Sana Makbul: 'বিগ বস ওটিটি ৩' বিজয়ী, বাড়ি নিয়ে গেলেন নগদ ২৫ লক্ষ, কে এই সানা মকবুল?
সম্প্রতি শেষ হয়েছে 'বিগ বস ওটিটি ৩'। অনিল কপূরের সঞ্চালনায় এবারের সিজনের বিজয়ী ঘোষণা করা হয়েছে সানা মকবুলকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকে এই সানা মকবুল যিনি 'বিগ বস' হাউজ থেকে নিজের বাড়ি নিয়ে গেলেন ২৫ লক্ষ টাকা নগদ পুরস্কার? সঙ্গে অবশ্যই বিগ বসের ট্রফি।
আপাতত একাধিক প্রতিবেদনের শিরোনামে স্থান করে নিয়েছেন সানা। দেখে নেওয়া যাক তাঁর 'নেপথ্য কাহিনি'। কে সানা মকবুল?
এই রিয়েলিটি শোয়ে নিজের ছাপ রেখে যাওয়ার আগে 'মিস ইন্ডিয়া' প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে সানা কেরিয়ারে একটি বড় পদক্ষেপ নেন।
জনপ্রিয় ধারাবাহিক 'কিতনি মহব্বত হ্যায় ২' ও 'ইস পেয়ার কো কেয়া নাম দুঁ?'-এর হাত ধরে টেলিভিশনে যাত্রা শুরু করেন সানা।
টেলিভিশনে সাফল্য লাভের পর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন সানা। ২০১৪ সালে তেলুগু ছবি 'দিক্কুলু চুড়াকু রামায়া'র হাত ধরে পথচলা শুরু।
২০২১ সালের 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১১' অনুষ্ঠানে সানার পারফর্ম্যান্স তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে।
সিনেমায় সাফল্য লাভের পর ফের টেলিভিশনে ফিরে আসেন সানা। 'বিষ', 'আদত সে মজবুর'-এর মতো ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার প্রকাশ ঘটান।
সূত্রের খবর, সানা ও ব্যবসায়ী শ্রীকান্ত বুরেডি একটি কমিটেড সম্পর্কে আছেন। যদিও সম্পর্ক নিয়ে সানা কিছু বলেননি।
'বিগ বস ওটিটি ৩'-এ সানা প্রবেশ করার আগে শ্রীকান্ত এক এলাহি পার্টির আয়োজন করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -