Biggest flop movies of 2023: কোটি কোটি টাকার তৈরি এই সিনেমাগুলি নিরাশ করেছে দর্শককে! ২০২৩-এ বড় ফ্লপ কোন কোন ছবি?
আদিপুরুষ: প্রভাস অভিনীত আদিপুরুষ তৈরিতে খরচ হয়েছিল ৫৫০ কোটি। তবে বক্সঅফিসে এই ছবি মুখ থুবড়ে পড়ে। বিশ্বব্য়াপী মাত্র ৪৫০ কোটি আয় করে ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভিড়: করোনাকালে মানুষের ভয়াবহ পরিস্থিতি নিয়ে পরিচালক সুধীর মিশ্র বানিয়েছিলেন 'ভিড়'। ৩৫ কোটি টাকার এই ছবি ব্য়বসা করেছিল মাত্র ৩ কোটি টাকার। ফলে ৩২ কোটি টাকার ক্ষতি গুনতে হয় প্রযোজককে।
পঞ্চকৃতি: ৩৩ কোটি টাকা বাজেটের এই ছবি খুব বেশি টাকা আয় করতে পারেনি।
দ্য় লেডিকিলার: এই ছবি বলিউডে ফ্লপ ছবিগুলির মধ্য়ে অন্য়তম। ভূমি পেডনেকর ও অর্জুন কপূর অভিনীত এই ছবির বাজেট ছিল ৪৫ কোটি টাকা। তবে বক্সঅফিসে মুখ থুবড়ে পরে এই ছবি। সবমিলিয়ে আয় করে ১ লক্ষ টাকা।
কবজা: কন্নড় ভাষায় তৈরি এই প্য়ান ইন্ডিয়া ছবি বাজেট ছিল ১২০ কোটি টাকা। তবে বক্সঅফিসে সাফল্য়ের মুখ দেখতে পায়নি এই ছবি। সবমিলিয়ে এছবির আয় হয় মাত্র ৩০ কোটি টাকা।
সেলফি: ১০০ কোটি টাকা বাজেটের ছবি সেলফিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, নুসরত ভারুচা, ইমরান হাসমির মত অভিনেতারা। তবে সাফল্য়ের মুখ দেখতে পায়নি এই ছবি। বক্স অফিসে এই ছবির আয় ছবি মাত্র ২৩ কোটি টাকা।
তেজস: কঙ্গনা রানাউত অভিনীত এই ছবির বাজেট ছিল ৭০ কোটি টাকা। যদি 'মনিকর্ণিকা' অভিনেত্রীর এই অ্য়াকশানধর্মী ছবি মনে ধরেনি সিনেপ্রেমীদের। বক্সঅফিসে মাত্র ৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয় এই ছবি।
শেহজাদা: কার্তিক আরিয়ান ও কৃতি শ্য়ানন অভিনীত ৮৫ কোটির ছবি শেহজাদা ব্য়বসা করে মাত্র ৪৩ কোটি টাকার।
২০০ কোটি টাকায় তৈরি গণপথ আয় করতে পারেনি ২০ কোটি টাকাও। বক্স অফিসে মাত্র ১৩.৩৮ কোটির ব্য়বসা করেছিল এই ছবি।
অর্জুন কপূর অভিনীত 'কুত্তে' নিয়ে দর্শকের উন্মাদনা ছিল প্রথম থেকেই। তবে দর্শককে নিরাশ করে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবিতে। ৩৫ কোটির বাজেটের এই ছবি আয় করেছিল মাত্র ৪ কোটি টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -