Bipasha Basu:এক মাস পূর্ণ মেয়ের! কী করলেন বিপাশা বসু?
ঠিক মাসখানেক আগেই বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের পরিবারে এসেছে নতুন অতিথি। মেয়েকে নিয়ে এখন ব্যস্ত টিনসেল টাউনের তারকা দম্পতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেয়ের নাম 'দেবী'। তার এক মাস পূর্তি নিজেদের মতো করে উদযাপন করেছেন বিপাশা-কর্ণ। সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়েছেন বঙ্গতনয়া।
ভিডিওর সঙ্গে একটি মেসেজও ছিল। বিপাশা লেখেন, 'দেখতে দেখতে দেবীর এক মাস হয়ে গেল। যাঁরা ওকে ভালোবাসা ও আশীর্বাদ পাঠিয়েছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ। দুগ্গা, দুগ্গা।'
প্রেগন্যান্সির সময়ও নানা ছবি দিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন মুডে, বিভিন্ন পোশাকে দেখা যায় তাঁকে।
গত ১২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন বিপাশা। এখনও সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি। কিন্তু ছবি দিয়েছেন।
কর্ণের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক যে কোনও রূপকথার থেকে কম নয়। ২০১৫ সালে 'অ্যালোন' ছবির সেটে আলাপ দুজনের।
২০১৬ সালের এপ্রিলে বিয়ে করেন কর্ণ-বিপাশা। চলতি বছরের অগাস্টেই জানান, সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
সন্তানজন্মের খবরও দিতে দেরি করেননি তারকা দম্পতি। কিন্তু কবে তাঁর মুখ দেখা যাবে? আপাতত অধীর অপেক্ষায় ভক্তরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -