Bipasha Basu:এক মাস পূর্ণ মেয়ের! কী করলেন বিপাশা বসু?

Entertainment:ঠিক মাসখানেক আগেই বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের পরিবারে এসেছে নতুন অতিথি। মেয়েকে নিয়ে এখন ব্যস্ত টিনসেল টাউনের তারকা দম্পতি। মেয়ের নাম দেবী।

এক মাস পূর্ণ মেয়ের! কী করলেন বিপাশা বসু?(ছবি:Bipasha Basu Instagram)

1/8
ঠিক মাসখানেক আগেই বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের পরিবারে এসেছে নতুন অতিথি। মেয়েকে নিয়ে এখন ব্যস্ত টিনসেল টাউনের তারকা দম্পতি।
2/8
মেয়ের নাম 'দেবী'। তার এক মাস পূর্তি নিজেদের মতো করে উদযাপন করেছেন বিপাশা-কর্ণ। সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়েছেন বঙ্গতনয়া।
3/8
ভিডিওর সঙ্গে একটি মেসেজও ছিল। বিপাশা লেখেন, 'দেখতে দেখতে দেবীর এক মাস হয়ে গেল। যাঁরা ওকে ভালোবাসা ও আশীর্বাদ পাঠিয়েছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ। দুগ্গা, দুগ্গা।'
4/8
প্রেগন্যান্সির সময়ও নানা ছবি দিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন মুডে, বিভিন্ন পোশাকে দেখা যায় তাঁকে।
5/8
গত ১২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন বিপাশা। এখনও সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি। কিন্তু ছবি দিয়েছেন।
6/8
কর্ণের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক যে কোনও রূপকথার থেকে কম নয়। ২০১৫ সালে 'অ্যালোন' ছবির সেটে আলাপ দুজনের।
7/8
২০১৬ সালের এপ্রিলে বিয়ে করেন কর্ণ-বিপাশা। চলতি বছরের অগাস্টেই জানান, সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
8/8
সন্তানজন্মের খবরও দিতে দেরি করেননি তারকা দম্পতি। কিন্তু কবে তাঁর মুখ দেখা যাবে? আপাতত অধীর অপেক্ষায় ভক্তরা।
Sponsored Links by Taboola