Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Bipasha Basu Baby Shower: শাঁখা-পলা-সিঁদুর, সঙ্গে গোলাপি শাড়ি, সাধভক্ষণ অনুষ্ঠানে জমকালো বিপাশা বসুর সাজ
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী বিপাশা বসু সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছেন। বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি শাড়িতে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে শাঁখা, পলা, মানানসই গয়না।
একেবারে বাঙালি সাজে সেজেছেন বিপাশা বসু। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর তাঁর সাধভক্ষণের পালা।
নানা পদ সাজিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রীর সামনে। সঙ্গে পায়েস, ভাজা।
মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের মায়ের মতো মা হতে চেয়েছেন বিপাশা।
সাধক্ষভণের ছবি পোস্ট করে বাংলায় তিনি লিখেছেন, 'আমার সাধ'। বিপাশা বসুর এমন সুন্দর পোস্টে বাংলায় কমেন্ট করেছেন বহু নেট নাগরিক।
কোনও অনুরাগী লিখেছেন, 'অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো।' আবার কেউ লিখেছেন, 'তুমি ও তোমার সন্তান দুজনেই ভালো থেকো। অনেক অনেক আদর ও ভালোবাসা।'
মা হওয়ার দিন যত এগিয়ে আসছে, বিপাশা বসুর সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে। এমনও মত বহু নেটিজেনের।
২০১৫ সালে এক হরর ছবি 'অ্যালোন' শ্যুটিংয়ের সেটে প্রথমবার কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে দেখা হয় বিপাশা বসুর। প্রথম দেখায় প্রেম। এবং তারপর বিয়ে।
সম্প্রতি ছিল তাঁর সাধের অনুষ্ঠান (Baby Shower)। গোলাপি শাড়িতে একেবারে বাঙালি সাজে সেজে সাধ খেলেন বিপাশা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -