Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Bipasha Basu Baby Girl: অপেক্ষার অবসান, বিয়ের ৬ বছর পর সন্তান এল কর্ণ-বিপাশার সংসারে
অবশেষে সুখবর। মা হলেন বিপাশা বসু (Bipasha Basu)। কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover) ও বিপাশা বসুর কোল আলো করে জন্ম নিল খুদে রাজকন্যা। শনিবার প্রথম সন্তানের (girl child) জন্ম দিলেন বিপাশা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা কর্ণ সিংহ গ্রোভার অভিভাবক হলেন। মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা বসু।
চলতি বছরের শুরুর দিক থেকেই বিপাশা বসুর মা হতে চলার খবর শোনা যেতে থাকে নানা মাধ্যমে। সেই সময়ে স্বীকার না করলেও পরবর্তীকালে মা হতে চলার কথা ঘোষণা করেন অভিনেত্রী।
এরপর তাঁকে দেখা গিয়েছে একাধিক মেটারনিটি ফোটোশ্যুটে। আজ অবশেষে প্রতীক্ষার অবসান হল।
সন্তানের জন্ম দিলেন বিপাশা বসু। আর মা হওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের ছবি ও নাম প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
প্রথমবার বাবা - মা হলেন কর্ণ সিংহ গ্রোভার ও বিপাশা বসু। কন্যা সন্তানের পিতা- মাতা হওয়ার পরই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন তাঁরা।
কর্ণ এবং বিপাশা দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের ছোট্ট দুটি গোলাপি পায়ের ছবি পোস্ট করেছেন। সঙ্গে জানিয়েছেন, মেয়ের নাম তাঁরা রেখেছেন দেবী বসু সিংহ গ্রোভার (Devi Basu Singh Grover)।
কর্ণ - বিপাশার বাবা- মা হওয়ার খবরে শুভেচ্ছায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা দুই তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার। দুজনে একসঙ্গে ছবিতেও অভিনয় করেছেন।
কিছুদিন আগেই অভিনেত্রীর সাধের অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানেই একেবারে বাঙালি সাজে বাঙালি কায়দায় সাধভক্ষণ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন বাংলায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -