Bishakto Manush: অভিনেতা নয়, সৌরভ এবার লেখক! সঙ্গে থাকবেন সুমনা, জিনারা
এই গল্প প্রেমের, অসফলতার, অপরাধ আর এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন চরিত্রের। মুক্তি পেল সানি রায়ের 'বিষাক্ত মানুষ' (Bishakto Manush) ছবির ট্রেলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস (Sourav Das), সুমনা দাস (Sumana Das), জিনা তরফদার (Jina Tarafdar), রূপসা চট্টোপাধ্যায় (Rupsha Chatterjee), রাণা বসু ঠাকুর (Rana Basu Thakur) সহ একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীরা।
সোনম মুভিজের (Sonam Movies) প্রযোজনায় তৈরি হয়েছে নতুন ছবি ‘বিষাক্ত মানুষ’। সোনম মুভিজের প্রযোজনায় ‘বিষাক্ত মানুষ’-এর গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Bandhopadhay) এবং শান্তনু মুখোপাধ্যায় (Shantanu Mukherjee)।
গল্পের প্রেক্ষাপট তৈরী হয়েছে ফাঁসির সাজাপ্রাপ্ত এক অপরাধী তৌফিক আসিফ ও এক লেখকের মানসিক টানাপোড়েনকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করেছেন শুভম।
অগ্নিভ বসু নামে এক লেখকের পর পর তিনটে বই বাজারে চলেনি। এই চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস। তাঁর অতীতে অন্ধকারাচ্ছন্ন অধ্যায় নিয়ে প্রতিনিয়ত মানসিক টানাপোড়েন চলে তাঁর মধ্যে।
এমন পরিস্থিতিতে তাঁর আলাপ হয় নেক্রোফিলিক সিরিয়াল কিলার তৌসিফ আসিফের সঙ্গে। ১ সপ্তাহ পর ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে তার। তৌসিফকে নিয়ে বই লেখার পরিকল্পনা করে অগ্নিভ।
অন্যদিকে অগ্নিভর মানসিক পরিস্থিতির সঙ্গে ক্রমাগত খাপ খাইয়ে ওঠার চেষ্টা করে বান্ধবী রুক্মিণী। তৌসিফ কী বদলে দেবে অগ্নিভ বসুর জীবন? তৌসিফকে নিয়ে বই লেখার পরিকল্পনা কী সফল হবে অগ্নিভর? উত্তর মিলবে 'বিষাক্ত মানুষ'-এর গল্পের ভাঁজে ভাঁজে।
প্রসঙ্গত, নেক্রোফিলিয়া একধরণের মানসিক অসুস্থতা। এই অসুস্থতায় মৃতদেহের সঙ্গে প্রেম থেকে শুরু করে যৌনতার বাসনা হয় আক্রান্তের মধ্যে
তথাকথিত এই সাহসী গল্প নিয়ে পর্দার গল্প বুনেছেন পরিচালক। তাঁর মতে এই ধরনের বিষয়কে পর্দায় তুলে ধরা সচেতনতা প্রচারের চেষ্টাও বটে।
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সানি রায়। ছবিটির প্রযোজনা করছে সোনম মুভিজ। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের 'সল্ট' ছবিটিরও পরিচালনা করেছেন সানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -