Health Tips: সুস্থ থাকুক পায়ের পাতা, নজরে রাখুন এইগুলি

Keep Your Foot Clean: পায়ের পাতা! সচরাচর নজর পড়ে না, কিন্তু শরীরের এই অংশটিও আমাদের সার্বিক ভাল থাকায় ভীষণ জরুরি। এটিকে সংক্রমণ মুক্ত রাখতে কী করবেন?

কী ভাবে পায়ের পাতা সংক্রমণমুক্ত রাখবেন?

1/8
পায়ের পাতা! সচরাচর নজর পড়ে না, কিন্তু শরীরের এই অংশটিও আমাদের সার্বিক ভাল থাকায় ভীষণ জরুরি।
2/8
পায়ের পাতার যে কোনও ধরনের সংক্রমণের অভিজ্ঞতা কম-বেশি অনেকেরই রয়েছে। তবে কয়েকটি নিয়ম মানলেই এড়ানো সম্ভব এটি।
3/8
প্রথমত খালি পায়ে ভেজা ঘাস বা ভেজা মাটির উপর দিয়ে হাঁটবেন না।
4/8
নিয়মিত নখ কাটুন। বহু সমস্যার সূত্রপাত সেখান থেকেই।
5/8
নখ যদি কিছুটা বড় হয়েও যায়, তা হলে নিয়মিত পরিষ্কার করা জরুরি।
6/8
বর্ষার সময় ঢাকা জুতো পরবেন না। কারণ এই ধরনের বর্ষার সময়কার আর্দ্রতা জুতো শুষে নেয়। ফলে ফাংগাল সংক্রমণের আশঙ্কা বাড়ে।
7/8
পায়ের ডেড স্কিন নিয়মিত পরিষ্কার করুন।
8/8
এই ডেড স্কিন জমে আপনার গোড়ালির চামড়া শক্ত হয়ে যেতে পারে, দেখা দিতে পারে ফাটল। উষ্ণ গরম জল ও অপেক্ষাকৃত কম ক্ষারযুক্ত সাবান নিয়ে পাতা পরিষ্কার করুন। অবশ্যই ময়শ্চারাইজারও ব্যবহার করুন।
Sponsored Links by Taboola