Bobby Deol Birthday: তারকা-সন্তান, হিট নায়ক, তা-ও দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ববির
ববি দেওল। ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/11
বাবা-দাদা সুপারস্টার। প্রত্যাশা ছিল তাঁকে ঘিরেও। কিন্তু বিখ্যাত হয়েও বলিউডে কার্যত অখ্যাত হয়ে রয়ে গিয়েছেন ববি দেওল।
2/11
নব্বইয়ের দশকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন ববি। তাবড় নায়িকাদের সঙ্গে তাঁর জুটিও প্রশংসিত হয়। তার পরেও বলিউডে ব্রাত্য হয়ে যান।
3/11
১৯৬৯ সালের ২৭ জানুয়ারি পাঞ্জাবি জাঠ পরিবারে জন্ম ববির। বাবা বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। দাদা সানি দেওল। সৎ মা হেমা মালিনী। ছোট্ট বয়সে ‘ধর্মবীর’ ছবিতে অভিনয়। বাণিজ্যশাখায় স্নাতক ববি।
4/11
নায়ক হিসেবে ববির প্রথম ছবি ১৯৯৫ সালের ‘বরসাত’। জন্মসূত্রে আসল নাম বিজয় সিংহ দেওল। তবে স্ক্রিনে আত্মপ্রকাশ ববি নামে। প্রথম ছবিতে ববির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। সেরা নবাগত পুরস্কারও পান।
5/11
এর পর একে একে ‘গুপ্ত’, ‘সোলজার’, ‘আজনবি’, ‘হমরাজ’, ‘বাদল’-এর মতো হিট ছবি উপহার দেন ববি। বাবা-দাদার সঙ্গে ‘অপনে’, ‘যমলা পাগলা দিওয়ানা’র মতো ছবিতেও অভিনয় করেছেন ববি। কিন্তু ধীরে ধীরে বলিউড থেকে কার্যত গায়েব হয়ে যান ববি।
6/11
এর জন্য নিজের কিছু সিদ্ধান্ত এবং বলিউডের আচরণকে দায়ী করেছেন ববি। ‘করণ অর্জুন’ ছবিতে সলমনের চরিত্রে প্রথমে ববিকেই পছন্দ ছিল রাকেশ রোশনের। কিন্তু ছবিটি ছেড়ে দেন ববি। ‘জব উই মেট’ ছবির জন্য ববিকে প্রস্তাব দিয়েছিলেন ইমতিয়াজ আলি। কিন্তু আয়েশা টাকিয়া, ভূমিকা চাওলার মতো একের পর এক নায়িকা ছবি ছেড়ে দেওয়ার পর ববিও সরে আসেন।
7/11
একই ভাবে মনিরত্নমের ‘যুবা’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ববি। তিনি সরে আসায় অজয় দেবগণকে নেন পরিচালক। ’৩৬ চায়না টাউন’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে আদিত্য রায় কপূরের চরিত্রে অভিনয়ের কথা ছিল ববির।
8/11
পরে ‘রেস ৩’,‘হাউজফুল ৪’ ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক করেন ববি। তবে সাফল্য এবং প্রশংসা পান ওয়েবসিরিজ ‘আশ্রম’ এবং ‘ক্লাস অফ ৮৩’-র জন্য। এই মুহূর্তে নতুন উদ্যমে কাজ করছেন ববি।
9/11
নব্বইয়ের দশকে নীলম কোঠারি এবং প্রিয়া চাটওয়ালের সঙ্গে ববির সম্পর্ক ছিল বলে শোনা যায়। তবে ১৯৯৬ সালে দেশের প্রখ্যাত ব্যাঙ্কার তথা ’২১ সেনচুরি ফাইনান্স’-এর মালিক দেব আহুজার মেয়ে তানিয়া আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ববি। তাঁদের দুই ছেলে, আর্যমান এবং ধরম দেওল।
10/11
জামা-কাপড় এবং অ্যাকসেসরিজের প্রতি বিশেষ আসক্তি রয়েছে ববির। নিজের ওয়ার্ড্রোবে প্রায় ১৫০০ শার্ট, ২৫০ ট্রাউজার্স, ২০০ সানগ্লাস, ১০০ বেল্ট এবং ১৫০ পারফিউম রয়েছে বলে জানিয়েছেন ববি।
11/11
এক বার দিল্লির নাইটক্লাবে ডিজে-র ভূমিকায় নেমেছিলেন ববি। নিজের ছবির গান মিলিয়ে মিশিয়ে বাজিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে ওই ভূমিকায় এতটাই অপছন্দ হয় নাইটক্লাবে ভিড় করা ছেলেমেয়েদের যে, সকলে টাকা ফেরত চান। তার পর থেকে বন্ধুরা ‘ডিজে ওয়ালে ববি মেরা গানা বাজা দো’ বলে তাঁকে বিদ্রূপ করেন বলে জানিয়েছেন ববি।
Published at : 27 Jan 2022 05:15 PM (IST)