Salman Khan: ‘কাচ বিঁধে গিয়েছিল মুখে…ক্ষমা চাননি সলমন’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র শ্যুটিংয়ে কী ঘটেছিল?
মারামারির দৃশ্যে অভিনয় করতে গিয়ে অনেক সময় আঘাত লেগে যায়। বিগ বি অমিতাভ বচ্চনও শ্যুটিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার সলমন খানকে নিয়েও তেমনই তথ্য সামনে এল। সলমন আঘাত পাননি, বরং তাঁর জন্য অন্য কেউ আঘাত পান বলে জানা গেল। তবে ভুলবশত হলেও, সলমন ক্ষমা চাননি বলে অভিযোগ।
সলমনকে নিয়ে মুখ খুলেছেন ‘বাজিগর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র মতো ছবিতে অভিনয় করা আদি ইরানি। ‘চোরি চোরি চুপকে চুপকে’র শ্যুটিংয়েই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।
আদি জানিয়েছেন, ছবিতে মারামারির একটি দৃশ্য ছিল। সেই সময় ভুলবশত তাঁকে কাচের ফ্রেমে ছুড়ে ফেলেন সলমন।
কাচের ফ্রেমে ধাক্কা খাওয়ায় মুখে টুকরো বিঁধে গিয়েছিল আদির। রক্ত ঝরছিল। কিন্তু সলমন তাঁর কাছে ক্ষমা চাননি, বরং সেট ছেড়ে বেরিয়ে যান বলে দাবি আদির।
আদি জানিয়েছেন, এর পরও শ্যুটিং চালিয়ে যান তিনি। কারণ সেই সময় পরিস্থিতি এমন ছিল যে, শ্যুটিং না করলে আর্থিক লোকসান হতো।
তবে সলমন সঙ্গে সঙ্গে ক্ষমা না চাইলেও, পরে তাঁকে ফোন করেন বলে জানান আদি। তিনি জানান, তিনি আহত হওয়ার পর সলমন সেট ছেড়ে বেরিয়ে যান। Sorry-ও বলেননি, ক্ষমাও চাননি। বরং নিজের ঘরে ঢুকে গিয়েছিলেন।
কিন্তু পর দিন সলমন তাঁকে ফোন করেন। নিজের অপরাধ কবুল করেন। সলমন বলেন, “আদি আমি অত্যন্ত দুঃখিত। তোমার চোখের দিকে তাকানোর সাহসও নেই আমার। এত খারাপ লাগছিল…।”
আদির মতে সলমন এমন একজন মানুষ, যিনি সহজে Sorry বলতে পারেন না। কিন্তু ভিতরে ভিতরে অনুতপ্ত বোধ করেন।
আদি জানিয়েছেন, সলমন সঙ্গে সঙ্গে ক্ষমা না চাওয়ায় আহতই হয়েছিলেন তিনি। কিন্তু পরে সলমন যখন ফোন করেন, অভিনেতা যে সত্যিই ক্ষমাপ্রার্থী, অনুভব করেন আদি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -