March Horoscope: মার্চের শেষ ১৫ দিনে নাজেহাল হবে ৫ রাশির জীবন, জলের মতো অর্থব্যয়, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি
এই মাসে ১৫ দিনের মধ্যে দুটি গ্রহণ সংগঠিত হতে চলেছে। ১৪ মার্চ দোল পূর্ণিমার দিনে বছরের প্রথম চন্দ্র গ্রহণ হবে। এর ঠিক ১৫ দিন পর ২৯ মার্চ সূর্য গ্রহণ হতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাশাপাশি এদিনই আড়াই বছর পর রাশি পরিবর্তন করে মীনে প্রবেশ করবে শনি। জ্যোতিষ শাস্ত্রে এক মাসের মধ্যে দুটি গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিচার করা হয়।
সমস্ত রাশির ওপর এর শুভ ও অশুভ প্রভাব পড়েব। জ্যোতিষ বলছে ১৫ দিনের মধ্যে সংগঠিত হতে চলা এই গ্রহণ দুটি পাঁচ রাশির জাতকদের ওপর সবচেয়ে বেশি কুপ্রভাব ফেলবে। এ সময় এই রাশির জাতকদের সতর্ক থেকে কাজ করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি।
ভোগান্তি বাড়তে পারে এই রাশির জাতকদের। ব্যয় বাড়তে পারে। আয়ের চেয়ে বেশি ব্যয় হবে এ সময়। তাই নিজের খরচ নিয়ন্ত্রণে রাখুন। এ সময় স্বাস্থ্য সমস্যা থকে মুক্তি সম্ভব। পায়ে আঘাত, পা মুচকে যাওয়ার সমস্যাও সম্ভব। রোগ প্রতিরোধক শক্তি দুর্বল হবে। যে কারণে সহজেই অসুস্থ হয়ে পড়তে পারেন।
গ্রহণের অশুভ প্রভাবের কারণে কর্কট জাতকদের আর্থিক সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে সতর্ক থাকতে হবে, কারণ স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হতে পারে। আত্মীয়দের তরফ থেকেও দুঃসংবাদ পাবেন। এই সময়কালের মধ্যে ভুলেও শেয়ার বাজারে লগ্নি করবেন না। বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। তাই তাঁদের যত্ন নেওয়া জরুরি। ব্যবসায় এমন কোনও কাজকর্ম কার্যকরী করবেন না, যা লোকসানের কারণ হয়ে দাঁড়ায়। আর্থিক ক্ষেত্রে লেনদেন করবেন না।
এই রাশির জাতকরাও আর্থিক সমস্যায় জড়াবেন। অর্থাভাবের কারণে পরিবারের সদস্যদের মধ্যে কলহ বাঁধতে পারে। আকস্মিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আবার আগে থেকে অসুস্থ ছিলেন যে জাতকরা, তাঁদের সমস্যাও বাড়তে পারে। বাড়ির মধ্যে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে, এর ফলে হতাশা অনুভব করবেন। কেরিয়ার ও ব্যবসায় আপনাদের চেষ্টা অসফল থেকে যাবে।
চন্দ্র ও সূর্য গ্রহণ ধনু রাশির জাতকদের সমস্যা বাড়াতে পারে। পরিবার, স্বাস্থ্য, কেরিয়ার ও আইনি জীবনে বিপরীত প্রভাব পড়তে পারে। এ সময় নিয়মশৃঙ্খলা মেনে চলুন, স্বাস্থ্যের যত্ন নিন। পাশাপাশি নিজের কেরিয়ার ও ব্যক্তিত্বের ওপরও মনোনিবেশ করতে হবে। কাজ বা অন্য কোনও কারণে বাড়ি থেকে দূরে যেতে পারেন এই রাশির জাতকরা। পরিবারে অবসাদ উৎপন্ন হতে পারে।
ঋণ শোধ করার জন্য প্রচুর পরিশ্রম করবেন এ সময়। তবে কোনও নতুন ঋণ গ্রহণ করবেন না। জীবনে অবসাদ বাড়তে পারে। সন্তানের অসুস্থতার কারণে চিন্তিত হবেন। অধিক দৌড়ঝাপ করতে হবে। প্রেম জীবনে প্রতারণার শিকার হতে পারেন। কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -