Deepak Tijori: অন্যের স্ত্রীর সঙ্গে সংসার-সন্তান, অথচ জানতেনই না? জিলিপির থেকেও বেশি প্যাঁচ এই নায়কের জীবনে
Bollywood Divorce: নয়ের দশকে পর পর হিট ছবি। এই নায়কের ব্যক্তিগত জীবন নিয়েও পরিস্থিতি উত্তাল হয়েছিল একসময়।
Continues below advertisement
-ফাইল চিত্র।
Continues below advertisement
1/11
নয়ের দশকে পর পর হিট ছবিতে অভিনয়। প্রথম সারির নায়কদের সঙ্গে হতো তুলনা। খলনায়কের চরিত্রেও চুটিয়ে অভিনয় করেছেন একসময়।
2/11
কিন্তু বলিউডে এখন আর সেই দাপট নেই দীপক তিজোরির। অভিনয় ছেড়ে পরিচালনায় মন দিয়েছেন সম্প্রতি। কিন্তু ব্যক্তিগত জীবনেও কম ঝড়ঝাপটা পোহাতে হয়নি অভিনেতাকে।
3/11
ফ্যাশন ডিজাইনার শিবানীর সঙ্গে বিয়ে হয় দীপকের। তাঁদের এক মেয়েও রয়েছে, সামারা। অভিনেতা তথা পরিচালক কবীর সদানন্দ এবং অভিনেত্রী তথা গায়িকা কুনিকা লাল তাঁর শ্যালক ও শ্য়ালিকা।
4/11
২০১৭ সালে দীপকের ব্যক্তিগত জীবন খবরের শিরোনামে উঠে আসে। জানা যায়, দীপককে গোরেগাঁওয়ে তাঁর নিজের বাড়ি থেকেই বের করে দিয়েছেন স্ত্রী শিবানী।
5/11
জানা যায়, বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দীপককে সন্দেহ করতেন শিবানী। এর পর বিবাহবিচ্ছেদ এবং খোরপোশের মামলাও করেন তিনি।
Continues below advertisement
6/11
জানা যায়, ব্যক্তিগত টানাপোড়েন সামনে চলে আসার পর দীপককে বাড়ির একটিমাত্র ঘর ব্যবহারের অনুমতি দেন শিবানী। দীপককে খাবার দেওয়া যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয় পরিচারকদের। এমন পরিস্থিতিতে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন দীপক।
7/11
আর সেই টানাপোড়েনের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য় উঠে আসে। জানা যায়, দীপকের বিরুদ্ধে অপরাধ ধারায় মামলা দায়ের করলেও, বিয়ে নিয়েই প্রশ্ন রয়েছে।
8/11
দীপক জানান, শিবানীর আসল চরিত্র জানতে পেরেছেন তিনি। তাঁদের বিয়েই আইনত বৈধ নয়। শিবানীর আগেও বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদই হয়নি তাঁর। ফলে আইনত শিবানী তাঁর স্ত্রী নন।
9/11
এর পাল্টা, শিবানীর দিদি কুনিকা জানান, টিভি সিরিয়ালের এক নায়িকার সঙ্গে সম্পর্ক রয়েছে দীপকের। বাড়ি থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়নি। প্রেমিকার সঙ্গে লিভ ইন করছেন দীপক। ২৬ বছর সংসার করার পর বিয়ের বৈধতা নিয়ে কেন প্রশ্ন তুলছেন দীপক, সেই প্রশ্নও তোলেন কুনিকা।
10/11
অন্য দিকে, শিবানী বিয়ের আইনি বৈধতা নিয়ে কোনও প্রশ্নেরই উত্তর দেননি। বরং খোরপোশ পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে বলে দাবি করেন। জানান, স্বামী ছেড়ে চলে গিয়েছেন তাঁকে। মেয়েকে নিয়ে খরচ চালানোর ক্ষমতা নেই তাঁর। তাই খোরপোশ পাওয়ার দাবিদার তিনি।
11/11
এর পর দীপক এবং শিবানী নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আর কোনও মন্তব্য় করেননি। নতুন করে দীপক ফের পরিচালনায় ফিরছেন।
Published at : 10 Jun 2025 09:26 PM (IST)