Vikrant Massey: অর্থ ছিল হাতে, কিন্তু ঘুম ছিল না চোখে, কেন সিরিয়াল থেকে সিনেমায়, কারণ জানালেন বিক্রান্ত
হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম প্রতিভাবান অভিনেতা এই মুহূর্তে। কিন্তু টেলি দুনিয়া থেকে বড়পর্দার যাত্রা মোটেই সহজ ছিল না। প্রতিবন্ধকতা ছিল পদে পদে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব পেরিয়েই নিজেকে প্রমাণ করেছেন বিক্রান্ত ম্যাসি। একার জোরে ছবি হিট করিয়েও দেখিয়ে দিয়েছেন। কিন্তু তার জন্য নিজের সঙ্গেও কম লড়াই করতে হয়নি তাঁকে। তবে কিছুতেই মূল্যবোধের সঙ্গে আপস করেননি তিনি, জানালেন নিজেই। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
বিক্রান্ত জানিয়েছেন, মধ্যবিত্ত পরিবারে জন্ম তাঁর। যে টাকা বেতন পেতেন, মুম্বই শহরে তাতে গোটা মাস চালানো যেত না। আর্থিক অবস্থার জন্য বন্ধুদের কাছেও হাসির পাত্রে পরিণত হন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
তাই ছোট্ট বয়সেই টাকা রোজগারের জেদ মাথায় চেপে বসে তাঁর। কৈশোর পেরনোর আগেই কাজে ঢুকে যান। তার পর সুযোগ পেয়ে যান সিরিয়ালেও। কিন্তু টেলিভিশনের দুনিয়া থেকে সরে আসতে একরকম বাধ্য হন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
বিক্রান্ত জানিয়েছেন, ২৪ বছর বয়সেই সিরিয়ালের জনপ্রিয় মুখ ওঠেন তিনি। মাস গেলে নয় নয় করে ৩৫ লক্ষ টাকা বাঁধাধরা ছিল। এক একে ধার-দেনা শোধ করেন, বন্ধক দেওয়া গহনা ছাড়িয়ে আনেন মায়ের। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
কিন্তু অর্থ, নাম, যশ হওয়া সত্ত্বেও রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারতেন না তিনি। আর্থিক স্বাচ্ছন্দ্যও শান্তি দিতে পারেনি তাঁকে। একঘেয়ে সাসঁ-বহু সিরিয়ালের বাইরে বেরিয়ে গুরুত্বপূর্ণ কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
ছেলের এই সিদ্ধান্তে অবাক হয়ে যান বিক্রান্তের পরিবারের সকলের। অনেক কষ্ট পেরিয়ে যাও বা সুখের মুখ দেখলেন, ছেলে ফের অনিশ্চিয়তার দিকে এগোচ্ছেন কেন, বুঝে উঠতে পারেননি কেউ। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
কিন্তু বিক্রান্ত জানতেন, ঠিক কী করতে চান জীবনে। ইরফান খানের মতো হতে চেয়েছিলেন তিনি। সেই লক্ষ্য নিয়েই লড়াই শুরু করেন আবার। গোড়ার দিকে ছোটখাটো চরিত্র পেলেও, অল্পদিনেই অভিনেতা হিসেবে জাত চেনান নিজের। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি বিক্রান্তকে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘12th Fail’ তাঁকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। বিক্রান্ত জানিয়েছেন, টাকা রোজগার করতে শিখে গিয়েছেন তিনি। কিন্তু অভিনয় টাকার জন্য করেন না। যে কোনও অবস্থাতেই টাকা রোজগার করে পরিবারকে সামলে নেবেন তিনি। কিন্তু নিজের মূল্যবোধের সঙ্গে আপস করবেন না। ছবি:ফাইল।
বিক্রান্ত জানিয়েছেন, সমাজ এবং মানুষ যদি পরস্পরের প্রতি একটু দয়াশীল হন, তাহলেই সবকিছু পাল্টে যেতে পারে। তাই ক্ষমাশীল, দয়াশীল পৃথিবীর স্বপ্ন দেখেন তিনি। ছবি:ফাইল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -