Bollywood actors who are amazing singers: অভিনয়ের পাশাপাশি কণ্ঠের জাদুতেও দর্শককে বুঁদ করে এই বলি সেলেবরা

বলিউডে বেশ কিছু বহু-প্রতিভাবান তারকা রয়েছেন যাঁরা অভিনয়ের পাশাপাশি নিজেদের কণ্ঠ জাদুতেও মাত করেছে আপামর দর্শককে। এই তালিকায় কারা রয়েছেন, চলুন জেনে নেওয়া যাক।

অভিনয়ের পাশাপাশি কণ্ঠের জাদুতেও দর্শককে বুঁদ করে এই বলি সেলেবরা

1/8
এই তালিকায় আছেন পরিণীতি চোপড়া। 'মেরি পেয়ারি বিন্দু' ছবিতে তাঁর গান মুগ্ধ করেছে দর্শককে।
2/8
ফারহান আখতার শুধু একজন দক্ষ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাই নন, একজন প্রতিভাবান গায়কও বটে। তিনি 'রক অন!!'-এর মতো সিনেমায় তাঁর গানের দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে।
3/8
আয়ুষ্মান খুরানা অভিনেতা হওয়ার আগে একজন গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। 'ভিকি ডোনার', 'অন্ধাধুন' এবং আরও অনেক ছবিতে তাঁর গান মনে রেখেছে দর্শক।
4/8
শ্রদ্ধা কাপুর শুধু একজন দক্ষ অভিনেত্রীই নন, একজন ভালো গায়িকাও বটে। 'এক ভিলেন'-এর 'গালিয়ান' এবং 'বাঘি'-এর 'সাব তেরা' সহ বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি।
5/8
প্রিয়াঙ্কা চোপড়া বলিউড এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই তাঁর গানের ক্ষমতার জন্য সুপরিচিত।
6/8
আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করেছেন পিগি চপস।
7/8
কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর একাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন।
8/8
বিভিন্ন ছবিতে তাঁর ভয়েস ওভার ব্য়বহার করা হয়েছে।
Sponsored Links by Taboola