Bollywood Actress Fees: অভিনেতা নয়, দক্ষ অভিনয়ের বিনিময়ে এই ছবিগুলিতে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রীরা
![Bollywood Actress Fees: অভিনেতা নয়, দক্ষ অভিনয়ের বিনিময়ে এই ছবিগুলিতে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রীরা Bollywood Actress Fees: অভিনেতা নয়, দক্ষ অভিনয়ের বিনিময়ে এই ছবিগুলিতে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/80cc92f7f49d3bcc9dfcaeda655baa4356c7f.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
বলিউডের ছবিতে নায়কদের মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়। এমনটা তো আমরা শুনেই থাকি। বহুক্ষেত্রেই নায়িকারা সমান কাজে কম পারিশ্রমিক পান বলে কথা ওঠে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Bollywood Actress Fees: অভিনেতা নয়, দক্ষ অভিনয়ের বিনিময়ে এই ছবিগুলিতে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রীরা Bollywood Actress Fees: অভিনেতা নয়, দক্ষ অভিনয়ের বিনিময়ে এই ছবিগুলিতে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/8c3fd754f6b615c667b08d1471a266b960811.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
তবে আজ ইন্ডাস্ট্রির এমন কিছু অভিনেত্রীর সঙ্গে পরিচয় করা যাক যাঁদের প্রতিভার কারণে সিনেমার মুখ্য চরিত্রে দেখা যায়। পারিশ্রমিকের দিক থেকেও তাঁদের সহ অভিনেতাদের পিছনে ফেলেছেন তাঁরা।
![Bollywood Actress Fees: অভিনেতা নয়, দক্ষ অভিনয়ের বিনিময়ে এই ছবিগুলিতে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রীরা Bollywood Actress Fees: অভিনেতা নয়, দক্ষ অভিনয়ের বিনিময়ে এই ছবিগুলিতে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/dbce66ded7ccc9f35fb60afc341925cfff2d5.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
কঙ্গনা রানাউত: বলিউডের 'ধাকড়' অভিনেত্রী কঙ্গনা রানাউত অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী। কঙ্গনা শুধু অভিনয়েই নয়, পারিশ্রমিকের ক্ষেত্রেও তার সহশিল্পীদের ছাপিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, 'রেঙ্গুন' ছবির জন্য কঙ্গনা ১১ কোটি টাকা নিয়েছিলেন। সেই ছবিতে শাহিদ কপূর ও সেফ আলি খানকে ৬-৭ কোটি টাকা অফার করা হয়।
দীপিকা পাড়ুকোন: ইন্ডাস্ট্রির সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন।
'পদ্মাবত' ছবির জন্য দীপিকা নিয়েছিলেন ১৪ কোটি টাকা। অন্যদিকে একই ছবিতে রণবীর সিংহ ও শাহিদ কপূর ৬-৭ কোটি টাকা পান।
শ্রদ্ধা কপূর: শক্তি কপূরের মেয়ে শ্রদ্ধা কপূর শুধু অভিনয়ে নন, গানেও পারদর্শী।
'স্ত্রী' ছবির জন্য শ্রদ্ধা কপূরকে ৭ কোটি টাকা অফার করা হয়। অন্যদিকে রাজ কুমার রাওকে ৩-৪ কোটি টাকা অফার করা হয়।
আলিয়া ভট্ট: বয়স কম হলেও আলিয়া ভট্ট তাঁর অভিনয় দক্ষতায় অনেককেই ছাপিয়ে গেছেন।
রিপোর্ট অনুযায়ী, 'রাজি' ছবিতে আলিয়াকে ১০ কোটি টাকা অফার করা হয়। সেখানে ভিকি কৌশলকে ৩-৪ কোটি টাকা দেওয়া হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -