Kajol attends Durga Puja: উঁচু করে বাঁধা খোঁপা, হলুদ শাড়ি গায়ে জড়ানো, পুজোর তদারকিতে দেখা গেল কাজলকে
হাজারো কাজ রয়েছে হাতে। কিন্তু উৎসবে সেসবের পরোয়া নেই। মুম্বইয়ে শারোদৎসবে মাতলেন অভিনেত্রী কাজল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে মায়ানগরীর বুকে একটুকরো বাঙালি পাড়া গড়ে উঠেছে। এর নেপথ্যে মুখোপাধ্যায়দের ভূমিকা অনস্বীকার্য।
তাই লোকমুখে মুখোপাধ্যায়দের পুজো হিসেবেই পরিচিত ওই পুজো। পরিবারের তারকা সদস্যরাই পুজোর দায়িত্বে রয়েছেন।
ষষ্ঠীর সন্ধেয় সেখানেই দেখা গেল কাজলকে। হলুদ শাড়ি, টানটান খোঁপা বেঁধে হাজির হন মণ্ডপে।
বছরের এই সময় গোটা পরিবার একত্রিত হয়। তাই ষষ্ঠীর সন্ধেয় পরিবারের সকলের সঙ্গে খোশগল্প করতেও দেখা গেল কাজলকে।
সকলের সঙ্গে হাজিমুখো পোজ দেন ক্যামেরার সামনে। কাজলের বোন শর্বাণী মুখোপাধ্যায়কেও দেখা যায় পুজোয়।
পুজোর ব্যবস্থাপনাও খুঁটিয়ে দেখেন কাজল। পায়ে হাত দিয়ে প্রণাম করেন পুরোহিতকে। তার পর কাঁসর-ঘণ্টা তুলে নেন হাতে।
যেখানেই থাকুন না কেন, প্রতিবছর দুর্গাপুজোয় হাজিরা দেনই কাজল। এবারও সেই রীতি বজায় রাখলেন তিনি।
স্বামী অজয় দেবগণ, ছেলে যুগও পুজোয় সঙ্গ দেন কাজলকে। খাবার পরিবেশনও করতে দেখা যায় তাঁদের।
ষষ্ঠীর দিন যদিও একাই মণ্ডপে যান কাজল। তাঁর সঙ্গী হয়েছিলেন শাশুড়ি। আগামী কয়েকদিন সেখানে কাজলকে নিয়মিত দেখা যাবে বলেই আশাবাকী অনুরাগীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -