Kajol Saree Pic: ট্র্যাডিশনাল লুকে অনবদ্য কাজল
Kajol Saree Pic
1/9
কাজলের এই ছবিগুলি দেখে তাঁর সৌন্দর্য থেকে চোখ ফেরানো ভার। খোঁপায় ফুলের মালা, সোনার গহনার সঙ্গে একেবারে ট্র্যাডিশনাল লুক কাজলের।
2/9
আসন্ন উৎসবের মরশুমে কাজলকে এ ধরনের ট্র্যাডিশনাল লুক ক্যারি করতে দেখা যেতে পারে। এই হলুদ শাড়িতে নজরকাড়া দেখিয়েছে তাঁকে।
3/9
এই সুন্দর ব্লু শাড়ির সঙ্গে কাজল ম্যাচিং ব্লাউজ টিমআপ করেছেন। সেইসঙ্গে তাঁর পরিচিত হাসি, এই লুকে নয়া মাত্রা যোগ করেছে।
4/9
কাজল এই এই সাধারণ অফ হোয়াইট শাড়ি পরেছিলেন, এতে ছিল গোলাপি ও হলুদ রঙের পাড়।
5/9
এই ক্রিম রঙের প্রিন্টেড শাড়ি কাজল ম্যাচিং করেছিলেন স্লিভলেস ব্লাউজের সঙ্গে। সাইড পার্টেড চুলে অভিনেত্রীকে দারুণ দেখিয়েছে।
6/9
গোলাপি ও সবুজের কম্বিনেশন তো কখনও ভুল হয় না। গোলাপি রঙের এই বেনারসী শাড়িতে কাজলকে দারুণ মানিয়েছে।
7/9
কাজলকে নানা সময়েই বিভিন্ন লুকে দেখা যায়।
8/9
কাজল এখন তাঁর মেয়ের সঙ্গে ছবি মাঝেমধ্যেই শেয়ার করে থাকেন
9/9
কাজলের মেয়ে নিয়াসা বর্তমানে সিঙ্গাপুরে পড়াশোনা করছে।
Published at : 05 Oct 2021 05:33 PM (IST)