Kajol Saree Pic: ট্র্যাডিশনাল লুকে অনবদ্য কাজল
কাজলের এই ছবিগুলি দেখে তাঁর সৌন্দর্য থেকে চোখ ফেরানো ভার। খোঁপায় ফুলের মালা, সোনার গহনার সঙ্গে একেবারে ট্র্যাডিশনাল লুক কাজলের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসন্ন উৎসবের মরশুমে কাজলকে এ ধরনের ট্র্যাডিশনাল লুক ক্যারি করতে দেখা যেতে পারে। এই হলুদ শাড়িতে নজরকাড়া দেখিয়েছে তাঁকে।
এই সুন্দর ব্লু শাড়ির সঙ্গে কাজল ম্যাচিং ব্লাউজ টিমআপ করেছেন। সেইসঙ্গে তাঁর পরিচিত হাসি, এই লুকে নয়া মাত্রা যোগ করেছে।
কাজল এই এই সাধারণ অফ হোয়াইট শাড়ি পরেছিলেন, এতে ছিল গোলাপি ও হলুদ রঙের পাড়।
এই ক্রিম রঙের প্রিন্টেড শাড়ি কাজল ম্যাচিং করেছিলেন স্লিভলেস ব্লাউজের সঙ্গে। সাইড পার্টেড চুলে অভিনেত্রীকে দারুণ দেখিয়েছে।
গোলাপি ও সবুজের কম্বিনেশন তো কখনও ভুল হয় না। গোলাপি রঙের এই বেনারসী শাড়িতে কাজলকে দারুণ মানিয়েছে।
কাজলকে নানা সময়েই বিভিন্ন লুকে দেখা যায়।
কাজল এখন তাঁর মেয়ের সঙ্গে ছবি মাঝেমধ্যেই শেয়ার করে থাকেন
কাজলের মেয়ে নিয়াসা বর্তমানে সিঙ্গাপুরে পড়াশোনা করছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -