Kajol: কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কাজল, কথা বললেন 'অপারেশন সিঁদুর' নিয়েও!
Kajol Visited Kolkata: সামনেই মুক্তি পাচ্ছে কাজল-এর নতুন ছবি মা। কাজল মুম্বইবাসী হলেও আদতে বাঙালি। তাই ছবি মুক্তির আগে ভবতারিণীর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বরে এলেন অভিনেত্রী।
সামনেই মুক্তি পাচ্ছে কাজল-এর নতুন ছবি 'মা'
1/10
এই মন্দিরকে পূণ্যতীর্থ বলেই মনে করা হয়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই মন্দিরে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। মা ভবতারিণীর আশীর্বাদ নিতে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, অনেকেই এই মন্দিরে আসতে থাকেন মাঝে মাঝেই। শ্রীরাকৃষ্ণের পদধূলি ধন্য এই মন্দির বাঙালির গর্ব ও বটে। আর বৃহস্পতিবার সেই মন্দিরে এলেন বলিউড অভিনেত্রী কাজল।
2/10
সামনেই মুক্তি পাচ্ছে কাজল-এর নতুন ছবি 'মা'। কাজল মুম্বইবাসী হলেও আদতে বাঙালি। তাই ছবি মুক্তির আগে ভবতারিণীর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বরে এলেন অভিনেত্রী।
3/10
কাজল এদিন পরেছিলেন একটি প্যাস্টেল সেডের শাড়ি, টেনে পিছনের দিকে বাঁধা ছিল তাঁর চুল। খুবই সাদামাটা রূপটানে মন্দিরে এসেছিলেন বাংলার মেয়ে। নিজের হাতে পুজো দেন ঈশ্বরের কাছে।
4/10
কাজল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলেন। নিজের হাতে পুজো দিয়েছেন তিনি। করেছেন আরতিও। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কাজল।
5/10
এদিন কাজলকে দেখতে উপচে পড়া ভিড় ছিল দক্ষিণেশ্বর মন্দিরে। তবে খুব বেশিক্ষণের জন্য মন্দিরে ছিলেন না কাজল। পুজো দিয়ে ও সাংবাদিকদের সঙ্গে সামান্য আলাপচারিতার পরেই নিরাপত্তার ঘেরাটোপে মন্দির ছাড়েন অভিনেত্রী।
6/10
এদিন কাজল বলেন, 'আমি কলকাতাকে ভালবাসি। কলকাতা আমার নিজের জায়গা। যতবারই আসি, ভাল লাগে। এটা ভাল অনুভূতি নিয়ে যাই।'
7/10
এদিন কাজল আরও বলেন, 'মন্দিরে এসে মনে হচ্ছে মায়ের কাছে এসেছি। এখানে পুজো দিলাম। আশীর্বাদ নিলাম।'
8/10
কাজল আরও বলেন, 'আমার আগামী ছবি 'মা' স্পিরিচুয়াল হরর। ছবিতে ভীষণ শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করেছি। আশা, সকলের ভাল লাগবে।'
9/10
কলকাতায় এসে 'অপারেশন সিঁদুর' নিয়েও মুখ খোলেন কাজল। সেনাবাহিনীর প্রতি আমার গভীর শ্রদ্ধা। দেশের জন্য তাঁরা যা করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। দক্ষিণেশ্বর মন্দিরে এসে অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া অভিনেত্রী কাজলের।
10/10
পরিচালক বিশাল পুরিয়ার আগামী ছবি ‘মা’। আগামী সপ্তাহে ছবির প্রচার ঝলক মুক্তি পাবে। সবটা যেন শুভ হয়— সেই আশীর্বাদ চাইতেই কলকাতায় এসেছিলেন নায়িকা। পুজো দিয়ে অভিনেত্রী রওনা দেন বিমানবন্দরের উদ্দেশে।
Published at : 23 May 2025 12:09 AM (IST)