Kiara Advani: 'কবীর সিংহ' হোক বা 'শেরশাহ', বড়পর্দায় নজর কেড়েছেন কিয়ারা, অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা জানেন?
প্রথমে 'লাস্ট স্টোরিজ', তারপর 'কবীর সিংহ'। এই দুই ক্ষেত্রে দুর্দান্ত অভিনয়ের পর কিয়ারা আডবাণীর নাম লোকমুখে বিখ্যাত হয়ে ওঠে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের অভিনয় ক্ষমতা তো বটেই, সেই সঙ্গে স্টাইলিং, ফ্যাশন এবং তাঁর ব্যক্তিত্বের মাধ্যমে কিয়ারা নিজের একটি ফ্যানবেস তৈরি করতে সক্ষম হয়েছেন।
এবার দেখে নেওয়া যাক, বলিউডের এই ঝকঝকে নায়িকার শিক্ষাগত যোগ্যতা কতদূর। কী ছিল তাঁর পড়াশোনার বিষয়?
মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুল থেকে পাশ করেছেন কিয়ারা আডবাণী। ইন্টারমিডিয়েটে নম্বর পেয়েছিলেন ৯২ শতাংশ।
স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর কিয়ারা আডবাণী ভর্তি হন মুম্বইয়ের জয় হিন্দ কলেজে। বিষয় ছিল মাস কমিউনিকেশন।
সেখানেই মাস কমিউনিকেশন নিয়ে একটি কোর্সও শেষ করেন অভিনেত্রী।
'মাস কমিউনিকেশন' এমন একটি বিষয় যেখানে বিপুল পরিমাণ দর্শকের কাছে যে কোনও বার্তা লিখে, তৈরি করে, বিশ্লেষণ করে পৌঁছে দিতে হয় বা গ্রহণ করতে হয়।
বলা ভাল, কিয়ারা আডবাণীর এই শিক্ষাগত যোগ্যতা তাঁর কাজের ক্ষেত্রে সহায়ক হয়েছে কারণ অভিনেত্রী হিসেবে তিনি ভালই স্থান তৈরি করেছেন নিজের।
ছোট থেকেই অভিনয় জগতে আসার ইচ্ছা ছিল কিয়ারা আডবাণীর। ২ বছর বয়সেই বাড়িতে সেই কথা জানিয়েছিলেন তিনি।
স্নাতক শেষ করার পর অনুপম খেরের অ্যাক্টিং স্কুলে ও রোশন তানেজার ইনস্টিটিউটে তিনি ছোট অভিনয়ের কোর্সও করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -