Neena Gupta: ‘ভালবাসায় অন্ধ ছিলাম’, সন্তানসম্ভবা জেনে কী প্রতিক্রিয়া ছিল ভিভের! এতদিন পর জানালেন নীনা
নিজের শর্তে যাপনে বিশ্বাসী তিনি। তাই সমাজের পরোয়া করেননি কখনওই। বরাবর চলেছেন নিজের মর্জি অনুযায়ী। তার জন্য একসময় কোণঠাসাও হতে হয় তাঁকে। কিন্তু যাঁর জন্য এত লড়াই, কী প্রতিক্রিয়া পেয়েছিলেন তাঁর কাছ থেকে, এতদিন পর খোলসা করলেন অভিনেত্রী নীনা গুপ্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনায়িকা হিসেবে তখনও সে ভাবে জায়গা করতে না পারলেও, আটের দশকের শেষভাগে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন নীনা। মুখে মুখে চাউর হয়ে গিয়েছিল যে, বিয়ে না করেই ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সন্তানের মা হচ্ছেন তিনি। সেই নিয়ে এ বার মুখ খুললেন নীনা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নীনা জানিয়েছেন, ওই সময়ে পরিবারকেও পাশে পাননি তিনি। তিনি সন্তানের জন্ম দিন, চাননি কেউ। নাতনির মুখ দেখে বেশ কয়েক বছর পর বাবার মনে গলেছিল।
কিন্তু কী প্রতিক্রিয়া ছিল ভিভিয়ানের! নীনা বলেন, “ভালবাসায় গদগদ ভাব ছিল না যদিও। তবে খুব খুশি হয়েছিলাম। কারণ ভালবাসতাম ওঁকে। তাই ফোন করে জানিয়েছিলাম যে, মা হতে চলেছি।”
নীনা বলেন, “আমি ওকে বলি, তুমি না চাইলে সন্তান রাখব না। তাতে ও বলে ওঠে, না। তুমি সন্তানের মা হলে খুব খুশি হব আমি। সকলে আমাকে বারণ করেছিল। কারণ ও আগে থেকেই বিবাহিত ছিল। ওঁর সঙ্গে বিয়ে সম্ভব ছিল না। অ্যান্টিগুয়াতে চলে যাওয়াও সম্ভব ছিল না আমার পক্ষে।”
নিজের সিদ্ধান্ত নিয়ে নীনা বলেন, “যৌবনে আমরা ভালবাসায় অন্ধ হয়ে যাই। কারও কথা কানে তুলতে ভাল লাগে না। ছেলমেয়েরা বাবা-মায়ের কথা শোনেন না। ওই বয়সে আমিও তেমনই ছিলাম।”
নীনা এবং ভিভের মেয়ে মাসাবা গুপ্ত দেশের অন্যতম নামী ফ্যাশন ডিজাইনার। বেশ কিছু বছর বাবার সঙ্গে ভাল সম্পর্ক ছিল না বলে নিজেই জানান মাসাবা। কিন্তু মেয়ের থেকে কিছুই লুকোননি নীনা।
নীনা বলেন, “ভিভিয়ানের সঙ্গে কখনও রোজ কথা হতো। কখনও আবার হত না। কিন্তু মাসাবাকে সব জানিয়ে রেখেছিলান আমি। কোথাও না কোথাও থেকে সব জানতেই পারত, তার আগে আমি নিজে জানিয়ে দিয়েছিলাম। এতে জীবনে মানিয়ে নিতে সুবিধা হয়।”
তবে আজকের দিনে সাহসী সিদ্ধন্তের জন্য প্রশংসিত হলেও, সেই সময় কম ঝড়-ঝাপটা পোহাতে হয়নি নীনাকে। তবে কখনও কারও সাহায্য নেননি নীনা। নিজেহাতে বড় করে তুলেছেন মেয়েকে।
নীনার কথায়, “খুব কঠিন লড়াই ছিল। কিন্তু আমি এমনই। একবার যেটা করব বলে ঠিক করি, নিজের ক্ষমতাতেই তা করে দেখাই। কখনও কারও কাছে সাহায্য চাইনি। তবে নিজের বাবার কাছ থেকে সাহায্য পেয়েছি। ”
- - - - - - - - - Advertisement - - - - - - - - -