Bruce Lee Death: কাল হয় অতিরিক্ত জলপান! পাঁচ দশক পর ব্রুস লি-র মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
একাহাতে জব্দ করতেন গুন্ডা, মাফিয়াদের। নানচাকু চালানো থেকে হাতের কারিকুরি, তাঁকে তাঁকে একঝলক দেখতে হুমড়ি খেয়ে পড়তেন সকলে। কিন্তু পর্দায় অদম্য ভাবমূর্তি বজায় রাখলেও, বাস্তবে মাত্র ৩২ বছরেই থেমে গিয়েছিল অভিনেতা ব্রুস লি-র জীবন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতার প্রায় পাঁচ দশক পর জনপ্রিয় তারকার মৃত্যু চাঞ্চল্যকর তথ্য সামনে এল। গবেষকদের দাবি, মস্তিষ্ক ফুলে যাওয়ার কারণে মৃত্যু হয় ব্রুস লি-র। আর তা ঘটেছিল অতিরিক্ত জলপানের ফলেই।
তার প্রায় পাঁচ দশক পর জনপ্রিয় তারকার মৃত্যু চাঞ্চল্যকর তথ্য সামনে এল। গবেষকদের দাবি, মস্তিষ্ক ফুলে যাওয়ার কারণে মৃত্যু হয় ব্রুস লি-র। আর তা ঘটেছিল অতিরিক্ত জলপানের ফলেই।
গবেষকদের দাবি, কিডনির বিশেষ সমস্যা ছিল ব্রুস লি-র। যে কারণে শরীর থেকে অতিরিক্ত জল নিষ্কাশিত হয়নি। তাতেই ভারসাম্য বিঘ্নিত হয়।
এর আগে, ব্রুশ লি-র স্ত্রী লিন্ডা লি ক্যাডওয়েলও জানিয়েছিলেন যে, মূলত গাজর এবং আপেলের জুস খেয়েই থাকতেন তাঁর স্বামী। ঘন ঘন জল খাওয়ার অভ্য়াসের কথা উল্লেখ রয়েছে ব্রুশ লি-র আত্মজীবনীতেও।
এর আগে, ব্রুস লি-র স্ত্রী লিন্ডা লি ক্যাডওয়েলও জানিয়েছিলেন যে, মূলত গাজর এবং আপেলের জুস খেয়েই থাকতেন তাঁর স্বামী। ঘন ঘন জল খাওয়ার অভ্য়াসের কথা উল্লেখ রয়েছে ব্রুস লি-র আত্মজীবনীতেও।
এর আগে, ব্রুস লি-র স্ত্রী লিন্ডা লি ক্যাডওয়েলও জানিয়েছিলেন যে, মূলত গাজর এবং আপেলের জুস খেয়েই থাকতেন তাঁর স্বামী। ঘন ঘন জল খাওয়ার অভ্য়াসের কথা উল্লেখ রয়েছে ব্রুস লি-র আত্মজীবনীতেও।
অ্যাসপিরিন এবং ট্র্যাঙ্কুলাইজার মেপ্রোবেমেটের মিশ্রণে তৈরি পেইনকিলারের পার্শ্বপ্রতিক্রিয়াতেই ব্রুস লি-র মস্তিষ্ক ফুলে যায় এবং সেই কারণেই তাঁর মৃত্যু হয় বলেই সেই সময় দাবি করেন চিকিৎসকরা। এতদিন সেই বিশ্বাস নিয়েই ছিলেন ব্রুস লি-র অনুরাগীরা।
ব্রুস লি-র বাবা লি-হোয়- চুয়েন হংকংয়ে অপেরা গায়ক হিসেবে জনপ্রিয় ছিলেন। ১৯৩৯ সালে তাঁর পরিবার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পা রাখে। সেখানেই ১৯৪০ সালে জন্ম হয় ব্রুশ লি-র। হংকং এবং আমেরিকা, দ্বৈত নাগরিকত্ব ছিল তাঁর।যদিও চার মাসের ব্রুস লি-কে নিয়ে ফের হংকং ফিরে আসেন তাঁর মা-বাবা।
এর পর জাপানেও কিছুটা সময় কাটে ব্রুস লি-র। ফের ফিরে যান হংকংয়ে। চিনা মার্শাল আর্টের অনুরাগী ছিলেন ব্রুস লি। বহু ঝাড়-ঝাপটা কাটিয়ে প্রশিক্ষণ নেন। আর তাতে ভর করেই অত্যন্ত অল্প বয়সে তারকা হয়ে ওঠেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -