Payal Rohatgi Wedding: কখনও মা হতে পারবেন না, সর্বসমক্ষে সাহসী ঘোষণা, কুস্তি তারকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এই নায়িকা

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

1/10
সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী পায়েল রোহাতগি। কুস্তিগীর সংগ্রাম সিংহের সঙ্গে বিবাহ সারলেন তিনি। শনিবার সম্পন্ন হল বিবাহ অনুষ্ঠান।
2/10
রিয়্যালিটি শো ‘সার্ভাইভর্স ইন্ডিয়া’-তে দু’জনের পরিচয়। তার পর এক বছর, দু’বছর নয়, টানা ১২ বছরের প্রেমপর্ব। এত দিন পর চারহাত এক হল দু’জনের।
3/10
রীতিমতো এলাহি আয়োজনে বিয়ে সারলেন পায়েল এবং সংগ্রাম। মেহেন্দি, গায়ে হলুদ, সঙ্গীত, সব অনুষ্ঠানই এক এক পরে সেরেছেন তাঁরা। তার পর সম্পন্ন হল বিয়ে।
4/10
বিয়ের অনুষ্ঠানের সূচনাপর্ব থেকেই ইনস্টাগ্রামে বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরেছেন পায়েল। বিয়ের পরও পায়েল এবং সংগ্রাম, দু’জনেই সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নিয়েছেন। তবে পরিবার, আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়া সে ভাবে কেউ আমন্ত্রিত ছিলেন না তাঁদের বিয়েতে। ge 4
5/10
আগ্রার ‘জেপি প্যালেস হোটেল’-এ বিয়ে সেরেছেন পায়েল এবং সংগ্রাম। লাল লেহঙ্গা এবং মাাননসই গয়না ছিল তাঁর পরনে। তবে মুখে মেকআপ ছিল না।
6/10
সংগ্রাম পরেছিলেন সাদা বন্ধগলা স্যুট। মাথায় ছিল পাগড়ি। বিয়ের ছবি পোস্ট করে দু’জনেই ইনস্টাগ্রামে লেখেন, ‘পায়েল কে সংগ্রাম’।
7/10
গুজরাতের মেয়ে পায়েল, একাধিক ছবিতে অভিনয় করেছেন। ‘বিগ বস’-এর মতো রিয়্যালিটি শোয়েও দেখা গিয়েছে তাঁকে। তবে রাহুল মহাজনের সম্পর্ক হোক বা বিতর্কিত মন্তব্য, বার বার ঝামেলায় জড়িয়েছেন তিনি।
8/10
হরিয়ানার ছেলে সংগ্রাম একসময় বিশ্বের সেরা কুস্তিগীরের সম্মান পান। ২০১৫ এবং ২০১৬ সালে কমনওয়েল্থ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে জয়ী হন তিনি। পায়েলের থেকে বয়সে কয়েক মাসের ছোট তিনি।
9/10
সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ’-এ অংশ নেন পায়েল। সেখানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন। জানান, কখনও মা হতে পারবেন না তিনি। সাহসিকতার জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
10/10
এর পরই পায়েলকে বিয়ের প্রস্তাব দেন সংগ্রাম। সেই মতো সম্প্রতি শুরু হয় তোড়জোড়। অবশেষে, দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের তাঁদের সম্পর্ক পরিণতি পেল।
Sponsored Links by Taboola