Rani Mukerji Sindur Khela: আটপৌরে শাড়ি, শাঁখাপলা আর গালভর্তি সিঁদুরে অনবদ্য রানি, দশমীর রাতে বাঙালিয়ানার উদযাপন মায়ানগরীতে
নিজের বাঙালিয়ানা নিয়ে রাখঢাক করেননি কখনওই। বরং যখনই সময় পেয়েছেন, আরও বেশি করে বাঙালি পরিচয়কে সামনে রেখেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবছর দুর্গাপুজোতেও সেই ধারা বজায় রাখলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। দশমীর রাতে সিঁদুর খেলায় মাতলেন যেমন, ঢাকিদের সঙ্গে তাল মিলিয়ে বাজালেন কাঁসিও।
মায়ানগরীর বুকে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোটি মুখোপাধ্যায়দের পুজো হিসেবেই পরিচিত। কাজল, রানি, তানিশা মুখোপাধ্যায়, শর্বাণী মুখোপাধ্যায় নিয়ম করে হাজিরা দেন সকলে।
এবারের পুজোও আগাগোড়া জমজমাট ছিল। কাজল-রানিরা তো ছিলেনই। পালা করে মণ্ডপে পৌঁছন ক্যাটরিনা কাইফ, কিয়ারা আডবানি, রাজকুমার রাও থেকে তাবড় তারকা।
কিন্তু দশমীর রাতের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন রানি। প্যাস্টেল শেড এবং গোলাপি রংয়ের শাড়ি পরেছিলেন আটপৌরে করে। হাতে ছিল শাঁখা-পলা। সঙ্গে হাতে-কানে-গলায় সোনার গহনা।
দশমীর রাতে দেবীবরণ থেকে সিঁদুর খেলা সবেতেই অংশ নেন রানি। সংবাদমাধ্যমের সামনে যখন হাজির হন, সিঁথি, কপাল, গাল একেবারে সিঁদুরে মাখা।
পরিবার-পরিজনদের পাশাপাশি ঢাকিদের সঙ্গেও আলাপ জমাতে দেখা যায় রানিকে। ঢাকে যেমন যেমন কাঠি পড়তে থাকে, তেমন তেমন কাঁসি বাজান রানি।
কাঁসি বাজানোই নয় শুধু, নাচও বাদ দেননি রানি। তাঁকে দেখে বাড়তি উৎসাহ পান ঢাকিরাও। তাতেই দশমীর রাতে জমে যায় মুখোপাধ্যায়দের বিজয়া দশমী।
বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত, তাঁর বোন ঈশিতা দত্ত এবং ঈশিতার স্বামী বৎসল শেঠও মুখোপাধ্যায়দের বিজয়া দশমীতে অংশ নেন। পরিচালক অনুরাগ বসুও উপস্থিত ছিলেন।
কপিল শর্মার শো-র দরুণ জনপ্রিয়তা হলেও, নিজস্ব আলাদা পরিচয়ও রয়েছে সুমনা চক্রবর্তীর। তিনি বাঙালিও। মুখোপাধ্যায়দের সঙ্গে বরাবর ঘনিষ্ঠতা তাঁর। নবমীর রাতে ধনুচি নাচের পর দশমীতে সিঁদুর খেলায় মাতেন তিনিও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -