Sara-Shubman: 'ভুল সারাকে প্রশ্ন করছ', শুভমনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওড়ালেন সইফ-কন্যা

Sara Ali Khan on dating Shubman Gill: সদ্য মুক্তি পাওয়া টিজারে কর্ণ-সারার কাছে জানতে চান শুভমনের কথা। কর্ণ সরাসরি সারাকে প্রশ্ন করেন, কান পাতলেই শোনা যায়, তুমি আর শুভমন নাকি ডেট করছিলে!

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
'কফি উইথ কর্ণ'-এ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের পরে, এবারের অতিথি অভিনেত্রী সারা আলি খান ও অনন্যা পাণ্ড। প্রকাশ্যে প্রথম ঝলক।
2/10
বলিউডের এই দুই স্টারকিডকে নিয়ে সাজানো হয়েছে 'কফি উইথ কর্ণ'-র আগামী শো। টিজারেই সারা আলি খানের কথায় উঠে এল শুভমন গিলের প্রসঙ্গও!
3/10
বর্তমানে সচিন তেন্ডুলকরের কন্যা সারা ও শুভমনের সম্পর্ক নিয়ে তোলপাড় বিনোদন থেকে শুরু করে খেলার জগত। তবে একসময়, শুভমনের প্রেমের গুঞ্জন ছিল সইফ আলি খান কন্যা সারারও।
4/10
সদ্য মুক্তি পাওয়া টিজারে কর্ণ-সারার কাছে জানতে চান শুভমনের কথা। কর্ণ সরাসরি সারাকে প্রশ্ন করেন, 'কান পাতলেই শোনা যায়, তুমি আর শুভমন নাকি ডেট করছিলে'!
5/10
সারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেন, 'তুমি ভুল সারাকে এই প্রশ্নটা করছো। তুমি না, সবাই এই ভুলটাই করছেন।'
6/10
এই কথাতেই সারা আলি খান যেন কার্যত অস্বীকারই করে গেলেন শুভমনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা।
7/10
একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, শুভমনের সঙ্গে এখন কেবল মাত্র সারা তেন্ডুলকরের নামই জোড়া হয় যেন!
8/10
এই শোয়ে এসে, অনন্যা পাণ্ডেও কি তাঁর সম্পর্কের কথা স্বীকার করবেন? কর্ণ সারার থেকে জানতে চান, সারার জীবনে কী নেই যেটা অনন্যার রয়েছে?
9/10
উত্তরে সারা বলেন, 'একজন নাইট ম্যানেজার'। এর পাল্টা অনন্যা বলেন, 'আশিকি এমনই হয়...'।
10/10
প্রসঙ্গত, 'এ নাইট ম্যানেজার' ও 'আশিকি ২', দুক্ষেত্রেই মুখ্য অভিনেতা ছিলেন আদিত্য রায় কপূর বর্তমানে যাঁর সঙ্গে অনন্যার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে।
Sponsored Links by Taboola