Sara-Shubman: 'ভুল সারাকে প্রশ্ন করছ', শুভমনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওড়ালেন সইফ-কন্যা
'কফি উইথ কর্ণ'-এ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের পরে, এবারের অতিথি অভিনেত্রী সারা আলি খান ও অনন্যা পাণ্ড। প্রকাশ্যে প্রথম ঝলক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডের এই দুই স্টারকিডকে নিয়ে সাজানো হয়েছে 'কফি উইথ কর্ণ'-র আগামী শো। টিজারেই সারা আলি খানের কথায় উঠে এল শুভমন গিলের প্রসঙ্গও!
বর্তমানে সচিন তেন্ডুলকরের কন্যা সারা ও শুভমনের সম্পর্ক নিয়ে তোলপাড় বিনোদন থেকে শুরু করে খেলার জগত। তবে একসময়, শুভমনের প্রেমের গুঞ্জন ছিল সইফ আলি খান কন্যা সারারও।
সদ্য মুক্তি পাওয়া টিজারে কর্ণ-সারার কাছে জানতে চান শুভমনের কথা। কর্ণ সরাসরি সারাকে প্রশ্ন করেন, 'কান পাতলেই শোনা যায়, তুমি আর শুভমন নাকি ডেট করছিলে'!
সারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেন, 'তুমি ভুল সারাকে এই প্রশ্নটা করছো। তুমি না, সবাই এই ভুলটাই করছেন।'
এই কথাতেই সারা আলি খান যেন কার্যত অস্বীকারই করে গেলেন শুভমনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা।
একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, শুভমনের সঙ্গে এখন কেবল মাত্র সারা তেন্ডুলকরের নামই জোড়া হয় যেন!
এই শোয়ে এসে, অনন্যা পাণ্ডেও কি তাঁর সম্পর্কের কথা স্বীকার করবেন? কর্ণ সারার থেকে জানতে চান, সারার জীবনে কী নেই যেটা অনন্যার রয়েছে?
উত্তরে সারা বলেন, 'একজন নাইট ম্যানেজার'। এর পাল্টা অনন্যা বলেন, 'আশিকি এমনই হয়...'।
প্রসঙ্গত, 'এ নাইট ম্যানেজার' ও 'আশিকি ২', দুক্ষেত্রেই মুখ্য অভিনেতা ছিলেন আদিত্য রায় কপূর বর্তমানে যাঁর সঙ্গে অনন্যার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -