Sonali Kulkarni: নিজে নারী হয়ে এ কী মন্তব্য! বিতর্কের মুখে পড়ে ক্ষমা চাইলেন সোনালি

Bollywood Updates: জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর মন্তব্যে বিতর্ক। বিবৃতি প্রকাশ করে ক্ষমা চাইতে হল।

সোনালি কুলকার্নি।

1/10
শিল্পী হিসেবে তাঁর প্রতিভাকে অগ্রাহ্য করা অসম্ভব। বরং ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম বহুমুখী প্রতিভাশালী অভিনেত্রী বলাই চলে। কিন্তু ভারতীয় নারীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বিতর্কে সোনালি কুলকার্নি।
2/10
গত কয়েক দিন ধরেই এই নিয়ে বিতর্ক চলছে। তার জেরে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখেও পড়েছেন অভিনেত্রী। পরিস্থিতি এমন দাঁড়াল যে শেষ মেশ ক্ষমা চাইতে হল তাঁকে।
3/10
সম্প্রতি একটি আলোচনাসভায় অংশ নেন সোনালি। সেখানে ভারতীয় সমাজে নারী-পুরুষ সাম্য নিয়ে কথা বলতে গিয়ে বিতর্ক বাধিয়ে ফেলেন অভিনেত্রী।
4/10
ওই সভায় সোনালির বক্তব্য ছিল, “কখনও সখনও আমরা ভুলে যাই যে ভারতের মহিলাদের অনেকেই অত্য়ন্ত অলস। মোটা টাকা রোজগার করা প্রেমিক বা স্বামী চান তাঁরা, যাঁর নিজের বাড়ি থাকবে, বছর বছর বেতন বাড়ে। এ সবের মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর কথা মাথাতেই আসে না মহিলাদের।”
5/10
সোনালি আরও বলেন, “আমি তো সকলকে বলব, মেয়েদের স্বনির্ভর হতে উৎসাহিত করুন, যাতে নিজেদের খরচ নিজেরাই চালাতে পারেন তাঁরা। কারও উপর নির্ভরশীল হতে না হয়।”
6/10
সোনালির এই মন্তব্য সামনে আসার পরই সমালোচনার ঝড় বয়ে যায়। নিজে নারী হয়ে ভারতীয় মহিলাদের প্রতি তাঁর এই মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি করেন অনেকে।
7/10
আবার দিনের পর দিন কম মজুরিতে পুরুষদের সমান কাজ করে চলেছেন যে সমস্ত মহিলারা, সমাজে যাঁরা নিপীড়িত, তাঁদের সম্পর্কে সোনালি অবগত নন বলেও দাবি করেন অনেকে।
8/10
এই বিতর্কের মধ্যেই রবিবার বিবৃতি জারি করলেন সোনালি। সোনালির বক্তব্য, ‘যে ধরনের প্রতিক্রিয়া পাচ্ছি, তাতে বিহ্বল হয়ে পড়ছি। সকলকে ধন্যবাদ। বিশেষ করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ আমার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য’।
9/10
এর পর নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান সোনালি। তিনি লেখেন, ‘নিজে নারী হয়ে অন্যদের আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। বরং বার বার নারীদের সমর্থনে মুখ খুলেছি আমি। নারীত্বের কথা বলেছি। তাই প্রশংসা হোক বা সমালোচনা, সবকিছুর জন্যই কৃতজ্ঞ আমি। আশাকরি, চিন্তাভাবনা আদান প্রদানে আরও মুক্ত হব আমরা’।
10/10
ক্ষমা চেয়ে সোনালি লেখেন, ‘তবুও যদি অজান্তে কাউকে আঘাত করে থাকি, আমার জন্য় ব্যথিত হন কেউ, অন্তর থেকে ক্ষমা চাইছি আমি। খবরে শিরোনাম হয়ে বেঁচে থাকার অভীপ্সা নেই আমার। আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার ইচ্ছাও নেই...এই ঘটনা থেকে অনেক কিছু শিখলাম’।
Sponsored Links by Taboola