Celebrity Entrepreneurs: কোটি কোটি টাকা আয়, শুধু অভিনয় নয়, ব্যবসাতেও সফল তারকা রমণীরা
Bollywood Updates: সিলভার স্ক্রিনে দাপিয়ে বেড়ানোই নয়, ব্যবসাও ভাল বোঝেন মায়ানগরীর রমণীরা। হাতে কলমে রয়েছে প্রমাণ।
সফল অভিনেত্রীরা ব্যবসায়ীও।
1/10
পর্দায় ভিন্ন চরিত্রে অভিনয়ই নয়, বাস্তবেও বহু গুণের অধিকারী মায়ানগরীর রমণীরা। তা থেকে কোটি কোটি টাকা আয় করেন তাঁরা।
2/10
বরাবরই পথ দেখিয়েছেব বাকিদের। নয়ের দশকের বিস্মৃত নায়িকার পরিচয়ে নয়, সফল ব্যবসায়ী হিসেবেও নাম করেছেন শিল্পা শেট্টি।
3/10
মুম্বইয়ের অভিজাত ‘বাস্টিয়ান’ রেস্তরাঁর মালকিন শিল্পা। বান্দ্রা, ওরলি মিলিয়ে তিনটি শাখা রয়েছে তাঁর রেস্তরাঁর। এ ছাড়াও স্বামীর ব্যবসাতেও রয়েছে বিনিয়োগ।
4/10
একসময় এক নম্বর নায়িকা ছিলেন। এখন বিয়ে করে সংসারী হয়েছেন। তবে লাভ-লোকসানের হিসেবে শুরু থেকেই চোস্ত ক্যাটরিনা কাইফ।
5/10
নিজের প্রসাধনী সামগ্রীর ব্যবসা রয়েছে ক্যাটরিনার। সংস্থার নাম ‘Kay by Katrina’। মেকআপের সামগ্রী বিক্রি করেন মূলত।
6/10
হিসেব-নিকেশে বরাবরই দক্ষ প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি ‘অ্যানোমালি’ হেয়ার কেয়ার সামগ্রী এনেছেন বাজারে।
7/10
এ ছাড়াও ‘পার্পল পেবল’ নামের প্রযোজনা সংস্থা রয়েছে প্রিয়ঙ্কার। আমেরিকার নিউ ইয়র্কে ‘সোনা’ নামের রেস্তরাঁ এবং গার্হস্থ্য সামগ্রীরও ব্যবসা রয়েছে।
8/10
ত্বকের পরিচর্যায় ’৮২ ইস্ট’ সামগ্রী নিয়ে এসেছেন দীপিকা পাড়ুকোন। এখনও পর্যন্ত ভালই সাড়া পেয়েছেন তিনি।
9/10
এ ছাড়াও অনলাইন জামা-কাপড়ের ব্যবসা থেকে ফ্লেভার্ড দইয়েও বিনিয়োগ রয়েছে দীপিকার। ‘ছপাক’ এবং ‘৮৩’ ছবি দু’টিতেও টাকা ঢালেন।
10/10
অল্প বয়সেই ব্যবসা শিখে ফেলেছিলে আলিয়া ভট্ট। সম্প্রতি মা হয়েছেন। মাতৃত্বকালীন জামাকাপড়ের ব্যবসা শুরু করেছেন। এ ছাড়াও অনলাইন প্রসাধনী বিপণণ সংস্থা ‘নাইকা’তেও বিনিয়োগ রয়েছে। ছবি প্রযোজনাতেো হাত দিয়েছেন।
Published at : 20 Nov 2022 11:54 PM (IST)