বিয়ের পর বলিউডে পা রেখেছিলেন এই অভিনেত্রীরা

1/7
বিদ্যা মালওয়াড়ে-চক দে ইন্ডিয়া-সিনেমায় গোলরক্ষকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তিনি ক্যাপ্টেন অরবিন্দ সিংহ বগ্গাকে বিয়ে করেছিলেন। কিন্তু ২০০০ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় বিদ্যার স্বামীর। এর তিন বছর পর ইন্তেহা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক বিদ্যার।
2/7
মাহি গিল- তাঁর আসল নাম রিম্পী কউর। ১৯-২০ বছর বয়সেই তাঁর বিয়ে হয়ে গিয়েছিল। তাঁর কেরিয়ারের প্রথম সিনেমা হাওয়ায়েঁ। কিন্তু কেরিয়ারে পরিচিতি পেয়েছিলেন অনুরাগ কাশ্যপের দেব ডি সিনেমার মাধ্যমে। এই সিনেমায় পারো-র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
3/7
অদিতি রাও হায়দরি- অদিতি ২০০৬-এ সত্যদীপ মিশ্রকে বিয়ে করেছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। ২০০৮-এ দিল্লি ৬ সিনেমার মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক হয়েছিল। তিনি রকস্টার ও পদ্মাবত-এর মতো সিনেমায় কাজ করেছেন।
4/7
মল্লিকা শেরাওয়াত- আদতে তার নাম রীনা লাম্বা। তাঁর প্রথম সিনেমা জিনা সির্ফ মেরে বিয়ে-তে অভিষেকের বহু আগে থেকে মল্লিকা বিবাহিতা ছিলেন। তিনি পাইলট করণ সিংহ গিলকে বিয়ে করেছিলেন। যদিও তাঁদের সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিবাহবিচ্ছেদের পর মল্লিকা সিনেমা জগতে নিজের পরিচিতি গড়ে তুলতে মুম্বইতে চলে এসেছিলেন। তিনি আদতে হরিয়ানার একটি গ্রামের বাসিন্দা।
5/7
চিত্রাঙ্গদা সিংহ- ২০০২-এ গলফার জ্যোতি রনধাওয়াকে বিয়ে করেছিলেন চিত্রাঙ্গদা সিংহ। বলিউডে তাঁর অভিষেক হয়েছিল ২০০৩-র সিনেমা হজারো খোয়াইশে অ্যায়সে-র মাধ্যমে। এখন অবশ্য চিত্রাঙ্গদা ও জ্যোতির বিবাববিচ্ছেদ হয়ে গিয়েছে।
6/7
সানি লিওন- অ্যাডাল্ট স্টার থেকে বলিউড তারকা হয়েছেন সানি। তিনি ২০১১-তে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন। ২০১২-তে পূজা ভট্টর সিনেমা জিসম ২-র মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর।
7/7
বলিউডে একটা সময় বিয়ে করা মানেই কোনও অভিনেত্রীর কেরিয়ার শেষ হয়ে গেল-এমনটাই মনে করা হত। কিন্তু সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলে গিয়েছে। এখন তো বিয়ের পরও অভিনেত্রীদের বলিউডে আগের মতোই সক্রিয় দেখা যায়, এমনকি কারুর কারুর তো অভিষেকও হয়। জেনে নেওয়া যাক এমন কয়েকজন অভিনেত্রী সম্পর্কে, যাঁরা বিয়ের পর বলিউডে পা রেখেছিলেন।
Sponsored Links by Taboola