Bollywood: যে সকল বলিউড তারকার রয়েছে 'বিদেশি' নাগরিকত্ব

Foreign Citizenship: তাঁরা জমিয়ে কাজ করছেন বলিউডে। কিন্তু জানেন কি, এঁদের মধ্যে অনেকেরই হাতে রয়েছে বিদেশের নাগরিকত্ব? কারা তাঁরা? কোন দেশের নাগরিকত্ব রয়েছে তাঁদের?

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
দীপিকা পাড়ুকোন: 'ওম শান্তি ওম' অভিনেত্রী জন্মেছিলেন ডেনমার্ক এবং তাঁর ড্যানিশ নাগরিকত্ব রয়েছে। যদিও তিনি বড় হয়েছেন বেঙ্গালুরুতে।
2/10
অক্ষয় কুমার: 'গব্বর ইজ ব্যাক' অভিনেতা অভিনেতা জন্মগ্রহণ করেছিলেন অমৃতসরে এবং বড় হয়েছেন দিল্লিতে। তাঁকে কানাডা থেকে 'সাম্মানিক নাগরিকত্ব' দেওয়া হয়।
3/10
আলিয়া ভট্ট: 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' অভিনেত্রী আদতে ব্রিটিশ নাগরিক। তাঁর মা সোনি রাজদান আসলে ব্রিটেনের।
4/10
ক্যাটরিনা কাইফ: 'ব্যাং ব্যাং' অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বাবা কাশ্মিরী। ক্যাটরিনা জন্ম নেন হংকংয়ে। মায়ের সূত্রে অভিনেত্রী ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।
5/10
নোরা ফতেহি: 'সাকি সাকি' তারকার জন্ম ও বেড়ে ওঠা কানাডায় এবং তিনি মরক্কোর বংশোদ্ভূত।
6/10
জ্যাকলিন ফার্নান্ডেজ: 'জুড়ওয়া ২' অভিনেত্রী জ্যাকলিন শ্রীলঙ্কার নাগরিক। তবে তিনি জন্মেছিলেন বাহরিনে।
7/10
কল্কি কেঁকলা: 'দেব ডি' অভিনেত্রী ভারতের পুদুচেরিতে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর কাছে রয়েছে ফরাসি পাসপোর্ট কারণ তিনি জন্মেছেন ফরাসি অভিভাবকের ঘরে।
8/10
সানি লিওনি: অভিনেত্রী ক্যানাডিয়ান-আমেরিকান নাগরিক এবং তাঁর আমেরিকান নাগরিকত্ব রয়েছে।
9/10
নার্গিস ফাকরি: 'রকস্টার' অভিনেত্রীর বাবার পাকিস্তানি ও মা চেক প্রজাতন্ত্রের। তবে তাঁর রয়েচে মার্কিনি নাগরিকত্ব।
10/10
এভলিন শর্মা: বলিউডের এই অভিনেত্রী আসলে জার্মান মডেল। তাঁর বাবার পাঞ্জাবী, মা জার্মান।
Sponsored Links by Taboola