Bollywood Celebrity Airport Fashion: এয়ারপোর্ট ফ্য়াশনে প্রতিবার নজর কাড়ে এই বলিসেলেবরা, তালিকায় কারা কারা আছেন?
ক্য়াজুয়াল লুক থেকে যে কোনও সাজে এই সেলিব্রিটিদের ফ্রেমবন্দি করার জন্য় বিমানবন্দরে হাজিরও থাকেন ফটোশিকারিরা। এই তালিকায় আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর এয়ারপোর্ট ফ্য়াশন প্রতিবারই নজর কেড়েছে অনুরাগীদের। পোশাকের সঙ্গে সঙ্গে মাননসই ব্য়াগ, জুতো, সানগ্লাস তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।
এই তালিকায় আছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও।
যে কোনও পোশাকেই তিনি কেড়ে নিতে পারেন সমস্ত লাইমলাইট। তবে বেশিরভাগ সময়ই এই অভিনেত্রীকে নো মেকআপ লুকে দেখা যায়।
বাদ যান না জেন ওয়াই তারকা আলিয়া ভট্টও।
করিনা কপূর বলিউডে অন্য়তম ফ্য়াশানপ্রেমী হিসেবে পরিচিত।
তিনি যে কোনও পোশাকে যেখানেই যান না কেন, তাঁর ফ্য়াশনসেন্স মুগ্ধ করে অনুরাগীদের।
বলিউডের কুইন কঙ্গনা রানাউতের ফ্য়াশনসেন্সও চোখে পড়ার মত।
সাধারণ পোশাকেও অসাধারণ রূপে ক্য়ামেরাবন্দি হল এই অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -