Bollywood Celebrity Update: মেয়ে জাহ্নবী ও খুশির সঙ্গে দীপাবলির পুজোয় অংশ নিলেন বনি কপূর
বাবার সঙ্গে জাহ্নবী ও খুশি
1/10
দীপাবলির পুজো উপলক্ষ্যে নিজেদের অফিসের বাইরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন বনি কপূর ও তাঁর দুই কন্যা। জাহ্নবী কপূর ও খুশী কপূর।
2/10
পাপারাৎজিদের দিনে হাত নাড়েন তারকারা। এমনকি নিজেদের মধ্যে খুনসুটি ও মজা করতেও দেখা যায় তাঁদের। ক্যামেরাবন্দি হয় বাবা ও মেয়েদের মজার মুহূর্ত।
3/10
এদিন সাবেকী পোশাকে সেজেছিলেন জাহ্নবী। নীল লেহঙ্গার সঙ্গে মানানসই খোঁপা ও হালকা গয়না পরেছিলেন তিনি।
4/10
সবুজ ও মেরুনে লেহঙ্গা পরেছিলেন খুশি কপূরও। তবে তাঁর মেকআপ ছিল নেহাত সাদামাটা।
5/10
কপালে টিপ ও খোঁপায় বেশ মানিয়েছিল জাহ্নবীকে। বলি নায়িকা গাড়ি থেকে নামতেই পাপারাৎজিদের লেন্সবন্দি হন তিনি।
6/10
বাবা ও দিদির সঙ্গে এসেছিলেন শ্রীদেবী কন্যা খুশি কপূরও। সবার সঙ্গে পুজোয় অংশ নেন তিনি।
7/10
সম্প্রতি সারা আলি খানের সঙ্গে কেদারনাথের মন্দির দর্শনে গিয়েছিলেন জাহ্নবী। তবে দীপাবলির আগেই মায়ানগরীতে ফিরেছেন নায়িকা।
8/10
দিদি জাহ্নবী কপূরের সঙ্গে হামেশাই দেখা যায় খুশিকে। দুই বোন একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন।
9/10
এখনও বলিউডে পা রাখেননি খুশি। তবে অনুরাগীদের আশা, মা ও দিদির মত অভিনয়ের পথই বাছবেন খুশি। তাঁকে রুপোলি পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
10/10
দুই মেয়ের সঙ্গে তাল মিলিয়ে সাবেকি পোশাক পরেছইলেন বনি কপূরও। তবে নেটিজেনরা এই পারিবারিক ছবিতে খুঁজে পেলেন শ্রীদেবী না থাকার অসম্পূর্ণতা
Published at : 05 Nov 2021 12:52 AM (IST)