Bollywood News: ভালবাসার চিহ্ন রাখতে করিয়েছিলেন ট্যাটু, বিচ্ছেদের পরে তা নিয়ে বিপাকে পড়েছেন যে নায়ক-নায়িকারা

Bollywood Gossip: ভালবাসা প্রমাণে বেপরোয়া, বিচ্ছেদের পরেই শরীর থেকে ট্যাটু মুছে ফেলেছেন যে তারকারা

বিচ্ছেদের পরে ট্যাটু মুছে ফেলেছেন বলিউডের যে সমস্ত তারকারা

1/9
ট্যাটু মানেই শখের কোনও ছবি বা নাম শরীরে পাকাপাকিভাবে লিখিয়ে নেওয়া। সঙ্গীর সঙ্গে মিলিয়ে শরীরে ট্যাটু করতে অনেকেই ভালবাসেন। এরকম উদাহরণ রয়েছে ভুরি ভুরি। কেউ বা সঙ্গীর সঙ্গে মিলিয়ে ট্যাটু করেছেন, কেউ কেউ আবার সঙ্গীর নাম বা নামের আদ্যক্ষর লিখিয়ে নিয়েছেন শরীরে।
2/9
তবে এর সমস্যাও রয়েছে বিস্তর। ট্যাটু মানেই তো পাকাপাকিভাবে শরীরে নাম লিখিয়ে নেওয়া। যদি সেই ট্যাটু মোছবার পরিস্থিতি হয়, তাহলেই বিপাকে পড়তে হয়। ট্যাটু মোছার পদ্ধতি যে নেই এমনটা নয়, তবে তা বিস্তর খরচ ও সময় সাপেক্ষ। কষ্টও করতে হয় অনেক।
3/9
বলিউডে কোনও অভিনেতা বা অভিনেত্রী প্রাক্তন সঙ্গীর নাম শরীরে লিখিয়ে পরে বিপাকে পড়েছেন। কেউ কেউ আবার সঙ্গীর সঙ্গে মিলিয়ে ট্যাটু করেছিলেন। বিচ্ছেদের পরে তা মুছে ফেলতে বাধ্য হয়েছেন। সেই তালিকায় রয়েছেন কে কে? দেখে নেওয়া যাক।
4/9
এই তালিকায় সবার আগে যাঁর নাম রয়েছেন, তিনি হলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। একটা সময়ে তাঁর আর রণবীরের কপূরের (Ranbir Kapoor) প্রেম ছিল বলিউডের হটকেক। সেই সময়ে নিজের ঘাড়ে একটি R লেখা ট্যাটু করিয়েছিলেন দীপিকা। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে, ঘাড় থেকে সেই ট্যাটু মুছে ফেলেছেন তিনি।
5/9
সুজান খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন, কবজিতে একটি তারা ট্যাটু করিয়েছিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। অবিকল একই রকমের একটি তারা ট্যটু ছিল সুজানের হাতেও। সুজানের সঙ্গে বিচ্ছেদের পরে, সেই তারা ট্যাটু মুছে ফেলেন হৃতিক।
6/9
অবিকল হৃতিকের মতোই একটি ট্যাটু ছিল সুজান খানের কবজিতেও। একটি তারা। হৃত্বিক যেন তাঁর ট্যাটুটি মুছে ফেলেছেন, অন্যদিকে সুজান খানও তাঁর ট্যাটুটির ওপর অন্য ছবি এঁকে সেটিকে একেবারে বদলে ফেলেছেন। সম্পর্ক আর নেই, সুতরাং নিজের নিজের জীবনে এগিয়ে যেতে চান তাঁরা।
7/9
প্রতীক বব্বরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন, তিনি ও প্রতীক হাতে একই রকম দুটি ট্যাটু এঁকেছিলেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে, নিজের শরীর থেকে সেই ট্যাটু মুছে ফেলেছেন অ্যামি জ্যাকসন
8/9
প্রতীক বব্বর অ্যামি জ্যাকসেনর সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁর সঙ্গে মিলিয়ে একটি ট্যাটু করেছিলেন হাতে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সেই ট্যাটু মুছে ফেলেছেন প্রতীক বব্বর ওরফে প্রতীক স্মিতা পাতিল।
9/9
বর্তমানে সবচেয়ে চর্চায় রয়েছে নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর সম্পর্ক। তাঁরা আলাদা হয়ে গিয়েছেন বেশ কয়েক বছর হল। ফের বিয়েও করেছেন নাগা চৈতন্য। যখন বৈবাহিক সম্পর্কে ছিলেন, তখন নাগা ও সামান্থা হাতে দুটি একই রকম ট্যাটু করিয়েছিলেন। সামান্থার সম্প্রতি ছবিতে দেখা যাচ্ছে, সেই ট্যাটুটি মুছে ফেলার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন সামান্থা।
Sponsored Links by Taboola