Celebrity Couple: প্রেমের বিয়েতে টানাপোড়েন, দীর্ঘদিন পরস্পরের থেকে বিচ্ছিন্ন, স্ত্রীর সঙ্গেই ফের লিভ ইন করছেন ইমতিয়াজ!
ভাঙা কাচ জোড়া লাগালেও চিড় থেকেই যায়। সম্পর্কের ক্ষেত্রেও সে কথা প্রযোজ্য। ভাঙা সম্পর্ক জোড়াতাপ্পি দিয়ে চলে না বল বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে বহু বছর ধরেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু প্রচলিত কোনও ধ্যান-ধারণাই তাঁর ক্ষেত্রে খাটে না। আরও একবার তার প্রমাণ দিলেন পরিচালক ইমতিয়াজ আলি। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর নতুন করে স্ত্রীর সঙ্গেই লিভ ইন করছেন তিনি। মায়ানগরীর ইতিউতি অন্তত তেমনই খবর।
প্রেম থেকে ভালবাসা, তার পর পরিণয়, এ ভাবেই ধাপে ধাপে এগিয়েছিল ইমতিয়াজ এবং তাঁর স্ত্রী প্রীতি আলির সম্পর্ক। টেলিভিশন থেকে বড়পর্দায় ইমতিয়াজের উত্তরণের পরও সেই সম্পর্ক ছিল অটুট।
ইমতিয়াজ এবং প্রীতির এক কন্যাসন্তানও রয়েছেন, ইডা আলি। ইডা এখন কৈশোর পেরিয়ে তরুণী হওয়ার দিকে এগোচ্ছেন। পরস্পরের থেকে বিচ্ছিন্ন বাবা-মাকে ফের কাছাকাছি আনতে তিনিই অনুঘটকের কাজ করেছেন বলে শোনা যাচ্ছে।
সেই ২০১২ সাল থেকে ইমতিয়াজ এবং প্রীতি আলাদা থাকছিলেন। নিজের ছবির কাজ নিয়ে ব্য়স্ত ছিলেন ইমতিয়াজ। প্রীতিও মগ্ন ছিলেন নিজের জগতে। ইডা বিদেশে পড়াশোনা করছিলেন।
মাঝে তারকা শেফ সারা টডের সঙ্গে ইমতিয়াজের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। গোয়ায় সারার রেস্তরাঁয় ইমতিয়াজের ঢুঁ মারা, একাধিক জায়গায় দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও হাওয়া পায়।
কিন্তু সারা অথবা ইমতিয়াজ, দু’জনের কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং পরস্পরকে বন্ধু বলেই উল্লেখ করেন তাঁরা। সিনেমা ছাড়া এই মুহূর্তে জীবনে বিশেষ জন বলে কেউ নেই বলে জানান ইমতিয়াজ।
কিন্তু করোনা, লকডাউনই তাঁর জীবনে পুরনো প্রেম ফিরিয়ে এনেছে বলে খবর। জানা গিয়েছে, করোনার সূচনাপর্বে আমেরিকাতেই ছিলেন ইমতিয়াজ এবং প্রীতির কন্য়া ইডা। সেই সময় আমেরিকায় করোনা যে ভাবে ছড়িয়ে পড়তে শুরু করে, তাতে উদ্বিগ্ন হয়ে পড়েন ইমতিয়াজ এবং প্রীতি।
ফলে মেয়েকে দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দেন তাঁরা। ইডা ফিরে এলে মুম্বইয়ে প্রীতির বাড়িতেই সাময়িক জিনিসপত্র নিয়ে মাথা গোঁজেন ইমতিয়াজ,যাতে বিপদের সময় পরস্পরের কাছাকাছি থাকতে পারেন তাঁরা।
২০২০-র এপ্রিলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রীর বাড়িতে জিনিসপত্র নিয়ে ঢোকেন ইমতিয়াজ। তার পর থেকে নাকি আর বেরোননি ইমতিয়াজ। বর্তমানে লিভ ইন করছেন বলে খবর।
জানা গিয়েছে, ইতিমধ্যে একসঙ্গে তিন জনে বেশ কয়েক বার বিদেশ ঘুরেও এসেছেন। ২০২১-এর জানুয়ারি মাসে প্রথমে মলদ্বীপ বেড়াতে যান ইমতিয়াজ, প্রীতি এবং ইডা। এর পর ওই বছরই জুলাই মাসে কেরল বেড়াতে যান।
তবে নতুন করে পরস্পরের কাছাকাছি আসা নাকি ২০২২-এই! জুন মাসে পুরনো সব দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝিতে নাকি ইতি টানেন ইমতিয়াজ এবং প্রীতি। তার পর নতুন করে লিভ ইনে থাকতে শুরু করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -