Xiaomi Smart Speaker: শাওমির নতুন স্মার্ট স্পিকার, ভয়েস কম্যান্ডের সাহায্যে ব্যবহার করা যাবে রিমোট হিসেবে, দাম কত?
ভারতে হাজির শাওমির নতুন স্মার্ট স্পিকার, ব্যবহার করা যাবে রিমোটের মতো। ভয়েস কম্যান্ডের সাহায্যে এই স্পিকার বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পরিচালনা করতে সাহায্য করবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতে শাওমির নতুন স্মার্ট স্পিকার লঞ্চ হয়েছে IR Control ফিচার নিয়ে। এই স্মার্ট স্পিকার ঠিক কতটা স্মার্ট ডিভাইস, দেখে নিন।
শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে ১.৫ ইঞ্চির একটি ফুল রেঞ্জ ড্রাইভার। তার সঙ্গে রয়েছে ফার-ফিল্ড মাইক্রোফোন। শুধু তাই নয়।
এছাড়াও শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে একটি এলইডি ডিজিটাল ক্লক ডিসপ্লে। সেইসঙ্গে স্মার্ট স্পিকারে ইনবিল্ট ক্রোমকাস্ট এবং গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে।
একটিই রঙে লঞ্চ হয়েছে শাওমির এই স্মার্ট স্পিকার। কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে।
এই দেশে Xiaomi Smart Speaker (IR Control)- এর আসল দাম ৫৯৯৯ টাকা। তবে বর্তমানে পাওয়া যাচ্ছে ৪৯৯৯ টাকায়। শুধুমাত্র কালো রঙে শাওমির এই স্মার্ট স্পিকার লঞ্চ হয়েছে।
শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে একটি ফিজিক্যাল বাটন। তার সাহায্যে স্পিকার প্লে/পজ কিংবা শব্দ বাড়ানো/কমানো অথবা বন্ধ করা সম্ভব। এই স্মার্ট স্পিকারের ওজন ৬২৮ গ্রাম।
শাওমির এই স্মার্ট স্পিকারে যে ডিজিটাল ক্লক ডিসপ্লে রয়েছে তার ব্রাইটনেস বা উজ্জ্বলতা DND মোডে রাখলে কমে যায়। এছাড়াও চারপাশের আলোর অনুপাতে এই স্মার্ট স্পিকারের ডিসপ্লের ব্রাইটনেস অ্যাডজাস্ট হয়ে যায়।
এই স্মার্ট স্পিকারে অ্যালার্ম দেওয়া সম্ভব। সেই অ্যালার্মে পছন্দের গানও যুক্ত করতে পারবেন ইউজাররা। সেই বন্দোবস্তও রয়েছে।
দুটো মাইকের সঙ্গে এই স্মার্ট স্পিকারে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এর ফলে নন-স্মার্ট গ্যাজেট বা ডিভাইসও কন্ট্রোল করা যাবে ভয়েস কম্যান্ডের সাহায্যে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -