Xiaomi Smart Speaker: শাওমির নতুন স্মার্ট স্পিকার, ভয়েস কম্যান্ডের সাহায্যে ব্যবহার করা যাবে রিমোট হিসেবে, দাম কত?
প্রতীকী ছবি
1/10
ভারতে হাজির শাওমির নতুন স্মার্ট স্পিকার, ব্যবহার করা যাবে রিমোটের মতো। ভয়েস কম্যান্ডের সাহায্যে এই স্পিকার বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পরিচালনা করতে সাহায্য করবে।
2/10
ভারতে শাওমির নতুন স্মার্ট স্পিকার লঞ্চ হয়েছে IR Control ফিচার নিয়ে। এই স্মার্ট স্পিকার ঠিক কতটা স্মার্ট ডিভাইস, দেখে নিন।
3/10
শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে ১.৫ ইঞ্চির একটি ফুল রেঞ্জ ড্রাইভার। তার সঙ্গে রয়েছে ফার-ফিল্ড মাইক্রোফোন। শুধু তাই নয়।
4/10
এছাড়াও শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে একটি এলইডি ডিজিটাল ক্লক ডিসপ্লে। সেইসঙ্গে স্মার্ট স্পিকারে ইনবিল্ট ক্রোমকাস্ট এবং গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে।
5/10
একটিই রঙে লঞ্চ হয়েছে শাওমির এই স্মার্ট স্পিকার। কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে।
6/10
এই দেশে Xiaomi Smart Speaker (IR Control)- এর আসল দাম ৫৯৯৯ টাকা। তবে বর্তমানে পাওয়া যাচ্ছে ৪৯৯৯ টাকায়। শুধুমাত্র কালো রঙে শাওমির এই স্মার্ট স্পিকার লঞ্চ হয়েছে।
7/10
শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে একটি ফিজিক্যাল বাটন। তার সাহায্যে স্পিকার প্লে/পজ কিংবা শব্দ বাড়ানো/কমানো অথবা বন্ধ করা সম্ভব। এই স্মার্ট স্পিকারের ওজন ৬২৮ গ্রাম।
8/10
শাওমির এই স্মার্ট স্পিকারে যে ডিজিটাল ক্লক ডিসপ্লে রয়েছে তার ব্রাইটনেস বা উজ্জ্বলতা DND মোডে রাখলে কমে যায়। এছাড়াও চারপাশের আলোর অনুপাতে এই স্মার্ট স্পিকারের ডিসপ্লের ব্রাইটনেস অ্যাডজাস্ট হয়ে যায়।
9/10
এই স্মার্ট স্পিকারে অ্যালার্ম দেওয়া সম্ভব। সেই অ্যালার্মে পছন্দের গানও যুক্ত করতে পারবেন ইউজাররা। সেই বন্দোবস্তও রয়েছে।
10/10
দুটো মাইকের সঙ্গে এই স্মার্ট স্পিকারে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এর ফলে নন-স্মার্ট গ্যাজেট বা ডিভাইসও কন্ট্রোল করা যাবে ভয়েস কম্যান্ডের সাহায্যে।
Published at : 17 Jul 2022 01:08 AM (IST)