Ayushmann Khurrana Birthday: ছোটোবেলায় এক অন্য় নামে পরিচিত ছিলেন বলিউডের হার্টথ্রব আয়ুষ্মান খুরানা। কী ছিল সেই নাম?
১৯৮৪ সালে চন্ডীগড়ে জন্মছিলেন বলিউডের হার্টথ্রব আয়ুষ্মান খুরানা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোটোবেলায় তাঁর নাম ছিল নিশান্ত খুরানা। তিন বছর বয়েসে তাঁর বাবা-মা নাম পরিবর্তন করে আয়ুষ্মান খুরানা করেন।
প্রথমে ইংরেজি সাহিত্য় ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনা করেন 'ভিকি ডোনার' অভিনেতা।
এরপর প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে থিয়েটারের মাধ্য়মে চলে তাঁর অভিনয় শিক্ষা।
পুরোপুরি অভিনয়ে আসার আগে বেশ কিছুসময় রেডিওতে ও টেলিভিশনে উপস্থাপকের ভূমিকায় কাজ করেছিলেন এই তারকা।
২০১২ সুজিত সরকারের ছবি 'ভিকি ডোনার'- এর মাধ্য়মে প্রথমবার লাইমলাইটে আসেন আয়ুষ্মান ।
তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তাঁর ঝুলিতে রয়েছে নৌটাংকি শালা, বেয়াকুফিয়া, দম লাগাকে হাসো, মেরি পেয়ারি বিন্দু, বরেলি কি বরফি,শুভ মঙ্গল সাবধান,অন্ধধুন,আর্টিকেল ১৫,ড্রিম গার্ল,বালা-এর মতো একাধিক হিট ছবি।
'অন্ধধুন' ছবির জন্য় ২০১৯ সালে জাতীয় পুরস্কার পান অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি সঙ্গীতশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয় এই বিটাউন তারকা।
বর্তমানে আনন্দ এল রাইয়ের প্রযোজনায় রাকুল প্রীতের বিপরীত 'ডক্টর জী' নামক একটি প্রযেক্টে কাজ করছেন আয়ুষ্মান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -