Bollywood: ১০ অভিনেত্রী, যাঁরা কিং খানের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন
Shah Rukh Khan: নয়নতারা থেকে মাহিরা খান, দীপিকা পাড়ুকোন, প্রমুখ ১০ অভিনেত্রী, যাঁদের বলিউডে প্রথম ছবির নায়ক শাহরুখ খান।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10
দক্ষিণের 'লেডি সুপারস্টার' নয়নতারা বলিউডে পা রাখছেন 'জওয়ান' ছবির হাত ধরে শাহরুখ খানের বিপরীতে।
2/10
অনুষ্কা শর্মা বলিউডে পা রাখেন শাহরুখ খানের বিপরীতে 'রব নে বনা দি জোড়ি' ছবির হাত ধরে। তারপরেও একসঙ্গে কাজ করেন তাঁরা।
3/10
সুচিত্রা কৃষ্ণমূর্তি ও শাহরুখ খান একসঙ্গে 'কভি হা কভি না' ছবিতে কাজ করেছিলেন।
4/10
আশুতোষ গোওয়াড়িকরের 'স্বদেশ' ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন গায়ত্রী যোশী। বিপরীতে অবশ্যই ছিলেন শাহরুখ খান।
5/10
ওটিটির জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া পিলগাওঁকরের প্রথম বলিউডে ছবি 'ফ্যান'। সেই ছবির মুখ্য চরিত্রে ছিলেন কিং খান স্বয়ং।
6/10
শুভাষ ঘাই পরিচালিত 'পরদেশ' ছবিতে অভিনয় করেন মহিমা চৌধুরি। শাহরুখের বিপরীতে এই ছবিতে কাজ করেন তিনি।
7/10
পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানও বলিউডে পা রাখেন শাহরুখের হাত ধরে। 'রইজ' ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়।
8/10
প্রীতি জিন্টা বলিউডের অপর জনপ্রিয় অভিনেত্রী। 'দিল সে' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। বিপরীতে ছিলেন কিং খান।
9/10
দীপিকা পাড়ুকোনের বলিউডে প্রথম ছবি 'ওম শান্তি ওম'। শাহরুখের সঙ্গে প্রথম ছবিতেই সাফল্য, এরপর তাঁদের একসঙ্গে অজস্র ছবিতে দেখা গেছে।
10/10
'বাজিগর' ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যায় শিল্পা শেট্টিকে। এটিই তাঁর বলিউডের প্রথম ছবি।
Published at : 05 Sep 2023 05:45 AM (IST)