Happy Birthday Preity Zinta: আজ প্রীতি জিন্টার জন্মদিন, সোশ্যালে শুভেচ্ছার বন্যা
Preity Zintas Birthday: বলিউডের খান সাহেবদের বিপরীতে তিনি একাধিক ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন, এনে দিয়েছেন সাফল্য, আজ প্রীতি জিন্টার জন্মদিন।
আজ প্রীতি জিন্টার জন্মদিন, সোশ্যালে শুভেচ্ছার বন্যা
1/10
আজ প্রীতি জিন্টার জন্মদিন। ইতিমধ্যেই সোশ্যালমিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অনুরাগীদের শুভেচ্ছায় ভরে গিয়েছে।
2/10
ক্যারিয়ারে সাফল্য তো বটেই, ব্যাক্তিগত জীবনেও তিনি সুখী। আর মাঝেমাঝেই সেই ছবি তিনি ইন্সটায় পোস্ট করেন।
3/10
বলিউডের খান সাহেবদের বিপরীতে তিনি একাধিক ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন, এনে দিয়েছেন সাফল্য প্রীতি জিন্টা।
4/10
বলিউডে প্রায় সব খান সাহেবদের সঙ্গেই কাজ করেছেন তিনি। আমির খানের সঙ্গে 'দিল চাহাতে হে' ছবিতে অসামান্য অভিনয় করেন। এবং এই ছবিটিও হঠকে। ছবিটি আজও ফিল্মস্টাডিজে পড়ানো হয়।
5/10
শাহরুখ খানের সঙ্গে কাল হো না হো ছবিতেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। বলিউডে একের পর এক ছবিতে তিনি মনে রাখার চরিত্রে অভিনয় করেছেন।
6/10
বলিউডের প্রথম সারির শিল্পী হলেও লাইফস্টাইলে আমুল পরিবর্তন আনেননি। বরং যেখানে থাকুন না কেন, দেশিয় সংষ্কৃতি নিয়েই চলতে ভালবাসেন তিনি।
7/10
তবে সাফল্যের এত চূড়ায় পৌঁছেও মনের গোপন কুঠুরিতে জমা রয়েছে কষ্ট। আর দশজনের মতো তিনি তার সাফল্য নিজের বাবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাননি বড় হয়ে।
8/10
তিনি যখন অনেক ছোট, মাত্র তেরো বছর বয়েসে গাড়ি দুর্ঘটনায় নিজের বাবাকে হারিয়েছিলেন প্রীতি জিন্টা।
9/10
তবে ববি দেওলের সঙ্গে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সোলজার ছবিতে অভিনয় করেই বুঝিয়ে দিয়েছিলেন, কতদূরের পথিক তিনি।
10/10
সব মিলিয়ে ৩১ জানুয়ারি সেলেব লাইফস্টাইলের পাশাপাশি সংসারজীবনেরও একরাশ আনন্দ তার ছবিতে ফুটে উঠেছে।
Published at : 31 Jan 2023 09:03 AM (IST)