Sanjay Leela Bhansali: ৬০-র ঘরে সঞ্জয়, পরিচালকের পালতোলা নৌকায় বারবার ফেরেন প্রাণের মানুষের দল
তেইশ সালেও আচ্ছা আচ্ছা পরিচালককে টেক্কা দেন সঞ্জয় লীলা বনশালী। আজ তাঁর জন্মদিনে সোশ্যালে শুভেচ্ছার বন্যা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে অনেক কিছু না বলেই যে হৃদয় জয় করা যায়, তা নব্বইয়ের দশকেই বুঝিয়ে দিয়েছিলেন বলিউডের এই কালো ঘোড়া।
' খামোশি: দ্য মিউজিক্যাল' ছবিটি পরিচালনার মধ্য দিয়েই তার সিনে যাত্রা শুরু। তবে এর পরের ছবি পরিচালককে চিনিয়ে দেয়।
১৯৯৯ সালে তিনি বানান হাম দিল দে চুকে স্য়ানাম। বলাই বাহুল্য এই ছবি দিগন্ত ছুঁয়ে যায়।
একে তার পরিচালনা নতুন দৃষ্টিকোণ পান ঐশ্বর্য রাই। আর সলমন এবং অজয় দেবগণ এই ছবির নক্ষত্র। তবে প্রাণ প্রতিষ্ঠা মিউজিকেই।
২০০২ সালে তিনি তৈরি করেন দেবদাস। ঐশ্বর্য এই ছবিতে অভিনয় করেন তারই পরিচালনায় শাহরুখের বিপরীতে।
বলা যায় ২০০০ সালের পর আর পিছন ফিরে তাঁকাতে হয়নি সঞ্জয় লীলাকে।
তবে তিনি যে হালের ছবি নির্মাতাদেরও টেক্কা দিতে পারেন, তার অন্যতম প্রমাণ বাজিরাও মাস্তানি।
২০১৫ সালে বাজিরাও মাস্তানি করে তিনি ফের নিজের মেজাজ বুঝিয়ে দেন।
দেখতে দেখতে ২০২৩ সালে তিনি হলেন এবার সিনিয়র সিটিজেন। আজ্ঞে হ্যাঁ এবার ৬০ ঘরে নাম লেখালেন তিনিও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -