Sid Kiara Wedding Budget: বিয়ের অনুষ্ঠানে জলের মতো খরচ ফেলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা

Sid Kiara Wedding Budget: সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক আয়োজন তুঙ্গে, দুজনেই আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন। বিয়ের তিনদিনের জন্য কোটি কোটি টাকা জলের মতো খরচ ফেলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা।

বিয়ের অনুষ্ঠানে জলের মতো খরচ ফেলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা

1/10
বিয়ের তিনদিনের জন্য কোটি কোটি টাকা জলের মতো খরচ ফেলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা
2/10
সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক আয়োজন তুঙ্গে, দুজনেই আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন।
3/10
সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে নিয়ে সবাই খুবই উচ্ছ্বসিত। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় হোটেলে দুজনেরই বিয়ে হতে চলেছে।
4/10
রাজকীয় বিয়ের জন্য পরিচিত সূর্যগড় হোটেল, আর সেখানেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের খরচ শুনে চোখ কপালে সবার।
5/10
সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের জন্য যে সূর্যগড় প্যালেস বুক করা হয়েছে, এটা যদি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে অ্যালকোহল ফ্রি বুক করা হয়, তবে একদিনের খরচ হবে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।
6/10
তবে সূর্যগড় হোটেলের ক্ষেত্রে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বুকিংয়ের জন্য খরচ ২ কোটি টাকা।
7/10
সিদ্ধার্থ ও কিয়ারা পিক সিজনেই বিয়ে করছেন, সে কারণেই অনুমান করা হচ্ছে, যে তাঁদের বিয়েতে ৬ কোটিরও বেশি খরচ হতে চলেছে।
8/10
শুধু তাই নয়, ব্যাক্তিগত ভ্রমণ ও অন্যান্য আয়োজন যুক্ত হলে এই বিয়ের খরচ আরও বেড়ে যায়।
9/10
পাশাপাশি সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের অনুষ্ঠান প্রায় ৩ দিন ব্যাপী হতে চলেছে। তাই সবদিক মিলিয়ে খরচও আরও বেশি হবে।
10/10
তবে এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের অতিথির তালিকায় ১০০ জন। শাহিদ কাপুর থেকে মীরা রাজপুত, করণ জোহর, মণিশ মলহোত্রা-সহ আরও একাধিক হেভিওয়েটরা।
Sponsored Links by Taboola