সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল সলমনের ভাগ্নীর ছবি
২০১৪-তে অর্পিতা ও আয়ূষের বিয়ে হয়েছিল। (ছবি-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাসপাতালের বাইরে তাঁরা আলোকচিত্রীদের সামনে পোজও দিয়েছিলেন। (ছবি-মানব মঙ্গলানি)
ওই সময় অর্পিতা ও আয়ূষের ছেলে আহিলকেও দেখা গিয়েছিল। (ছবি-মানব মঙ্গলানি)
দ্বিতীয় সন্তানের জন্মের পর অর্পিতাকে যখন হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল, তখন আয়ূসকে সদ্যোজাত কন্যাকে কোলে নিয়ে দেখা গিয়েছিল। (ছবি-মানব মঙ্গলানি)
এর আগেও আয়ূষ তাঁর কন্যা আয়নের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। (ছবি-ইনস্টাগ্রাম)
আয়ূষের শেয়ার করা ছবিতে তাঁর দুই সন্তান আয়ত ও আহিলকে দেখা গিয়েছে। দুই সন্তানকে অর্পিতার কোলে দেখা গিয়েছে। ছবিতেই স্পষ্ট, এই মুহূর্ত দারুণ উপভোগ করছেন অর্পিতা।
সম্প্রতি অর্পিতার স্বামী আয়ূষ অনুরাগীদের জন্য একটি ছবি পোস্ট করেছেন। আর ওই ছবি তাঁর অনুরাগীদের নজর কেড়েছে। আয়তের জন্মের প্রায় দুই মাস পর দ্বিতীয়বার ছবি শেয়ার করা হল।
আসলে সলমনের বোন অর্পিতার ইচ্ছে ছিল, দাদার জন্মদিনেই তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হোক। অর্পিতার সেই ইচ্ছে পূরণ হল। অর্পিতা তাঁর দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন আয়ত।
বলিউড তারকা সলমন খানের জন্মদিনেই তাঁর বোন অর্পিতার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছিল। জন্মদিনের এই অভিনব উপহারে স্বাভাবিকভাবেই খুবই খুশি হয়েছিলেন সলমন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -