Shweta Shetty: 'পপ গান এখনও জনপ্রিয়, তবে শিল্পীরা ঝুঁকি নিতে ভয় পান', বলছেন শ্বেতা
১৯৯০ সালে পা রেখেছিলেন পেশা হিসাবে বেছে নিয়েছিলেন গানকে। পপ গান তাঁর রক্তে। ১৯৯২ সালে প্রথম খ্যাতির আলো দেখেন অতুল চূড়ামণির হাত ধরে। শ্বেতা শেট্টি। বলিউডে পপ গায়িকা হিসাবে পরিচিত নাম তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি মুক্তি পেয়েছে শ্বেতার নতুন অ্যালবাম 'জ্বলনে মে হ্যায় মজা'। কেমন ছিল এই যাত্রাটা? শ্বেতা বলছেন 'রাস্তাটা নেহাৎ সহজ ছিল না। অনেক বাধা বিপত্তিও এসেছে। ব্যক্তিগত কারণে ২০ বছর সঙ্গীত জগত থেকে দূরে ছিলাম। অনেকেই তখন বলেছিল কেন সঙ্গীত থেকে সরে দাঁড়িয়েছিলাম। থিয়েটার থেকে রক শো, একটা সময় আমি সবই করেছি।'
দীর্ঘদিন সঙ্গীত জগত থেকে দূরে। ফিরে আসতে ভয় হয়েছিল? শ্বেতা বলছেন, 'একটা ভয় অবশ্যই থেকে যায়। একটা সময় খ্যাতি যশ সবকিছু পেয়েছি। প্রচারের আলোয় ফেরার পর দর্শক আমায় আবার কেমন করে গ্রহণ করবেন সেই চিন্তা ছিল। তার ওপর মনে হয়েছিল, আমি আগের মতোই পারফর্ম করতে পারব তো? কিন্তু একবার লাইট-ক্যামেরা অ্যাকশন শোনার পরেই ভয় কেটে গেল।'
'জ্বলনে মে হ্যায় মজা'-র শ্যুটিং-এর অভিজ্ঞতা কেমন ছিল? শ্বেতা বলছেন, 'আমার ১৫ মিনিট সময় লেগেছিল ওয়ার্ম আপ করার জন্য। একটু ক্যামেরার সামনে সাবলীল হচ্ছিলাম কেবল। তারপর আর কেউ আমায় আটকাতে পারেনি। ৬ ঘণ্টায় গোটা গানের শ্যুটিং শেষ করে দিয়েছিলাম'
৯৪ সালে প্রথম এই গানটি গেয়েছিলেন। এখনও নিজের প্রতিটি শো শেষ করেন এই গানটি। শ্বেতা বলছেন, '৯০ এর দশকের লোকেরা আশা করি এই গানটার সঙ্গে আত্মস্থ হতে পারবেন। এত রকম গান বলিউডে হচ্ছে। কিন্তু ডিস্কো সেই ৯০ এর দশকেই আটকে রয়ে গিয়েছে। আমি আবার সেই ডিস্কো গানের যুগটাকেই নিজের গানের মধ্যে দিয়ে ফিরিয়ে আনতে চেয়েছিলাম।
এই গানে শ্বেতার জন্য তৈরি করা হয়েছিল একেবারে নতুন একটা লুক। গায়িকার আশা এটাও নজর কাড়বে দর্শকদের। এখন বলিউডে পপ গানের ঠিক কী অবস্থা? শ্বেতা বলছেন, 'পপ গান নিয়ে এখন সবাই ঝুঁকি নিতে ভয় পায়। সবাই বলে পপের সময় আর নেই। আমি বিশ্বাস করি পপ গান এখনও মানুষ সমানভাবে পছন্দ করবেন। কেবল সঠিকভাবে তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -