RRR Star Cast Fees: RRR ফিল্মের স্টার কাস্টে টাকার বৃষ্টি, কে নিলেন সবথেকে বেশি ফি ?

RRR : ছবি মুক্তির আগেই হিট ট্রেলর, আবার বাম্পার হিটের পথে এই সিনেমা।

1/6
RRR Star Cast Fees: 'বাহুবলী'র পর ফের বড় পর্দায় জাদু দেখাতে আসছেন দক্ষিণের জনপ্রিয় নির্দেশক এসএস রাজামৌলি। নতুন বছরে ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর ছবি RRR। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে ছবির ট্রেলার ঘিরে। বহুদিন ধরেই এই ছবির জন্য অপেক্ষা করছেন দর্শকরা।
2/6
রাজামৌলির RRR একটি বড় বাজাটের ফিল্ম। তাই এর স্টার কাস্টেও রাখা হয়েছে তারকা অভিনেতাদের। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দক্ষিণের সুপারস্টার অভিনেতা রাম চরণ, জুনিয়র এনটিআর, অভিনেত্রী আলিয়া ভট্ট ছাড়াও রয়েছেন অজয় ​​দেবগনের মতো তারকারা। জেনে নিন এই ছবির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন এই তারকারা।
3/6
RRR ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অজয় ​​দেবগন। এবারই প্রথম দক্ষিণের ছবিতে দেখা যাবে এই অভিনেতাকে। মিডিয়া রিপোর্ট বলছে, এই ছবির জন্য তাকে ২৫ কোটি টাকা দেওয়া হয়েছে।
4/6
রাজামৌলির RRR ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। এই ছবির জন্য তাকে পারিশ্রমিক হিসাবে ৯ কোটি টাকা দেওয়া হয়েছে বলে খবর।
5/6
এই ছবিতে কোমারাম ভীমের ভূমিকায় অভিনয় করছেন জুনিয়র এনটিআর। এই ছবির জন্য তাকে ৪৫ কোটি টাকা দেওয়া হয়েছে বল খবর।
6/6
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রামচরণ। ফিল্মে তিনি আলুরি সীতারাম রাজুর ভূমিকায় অভিনয় করছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ছবির জন্য তিনি ৪৫ কোটি টাকা নিয়েছেন।
Sponsored Links by Taboola