Deepika Padukone: দক্ষ অভিনেত্রীর সঙ্গে সফল বিনিয়োগকারীও! দীপিকার ৩০ কোটি বিনিয়োগ করা সংস্থার বর্তমান মূল্য ২০৬৬ কোটি
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের 'জওয়ান' ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন তিনি। ফলে আবারও দীপিকা শিরোনামে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁকে দেখা যাবে হৃত্বিক রোশনের 'ফাইটার' ছবিতেও। সূত্রের খবর অনুযায়ী, একটি ছবির জন্য দীপিকা পাড়ুকোন প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন।
তবে ছবিতে অভিনয় করা ছাড়াও দীপিকা একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্টও করে থাকেন। যার থেকেও বিপুল পরিমাণে আয় করেন তিনি।
কিন্তু অনেকেই জানেন না, যে অভিনেত্রী তাঁর এই কষ্ট করে উপার্জন করা টাকা একাধিক সংস্থায় বিনিয়োগ করেন।
ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে তিনি সেই সফল মুষ্টিমেয় তারকাদের অন্যতম। যেমন ২০১৯ সালে তিনি এক স্টার্টআপ সংস্থায় ৩০ কোটি টাকা বিনিয়োগ করেন।
চার বছর আগে ২০১৯ সালে, ইলেকট্রিক যানের চাহিদা বাড়তে শুরু করে ভারতে। এমনকী এই বিষয়ে সরকারও উৎসাহ দেন নতুন শিল্পদ্যোগীদের।
জীবাশ্ম জ্বালানির বদলে বৈদ্যুতিন যানবাহন ব্যবহার ও সেই ধরনের যান তৈরির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সেই সময় তিন অল্পবয়সী শিল্পপতি, অনমোল সিংহ জগ্গি, পুণিত কে গোয়েল ও পুণিত সিংহ একসঙ্গে একটি সংস্থা চালু করেন।
তাঁদের এই রাইড-শেয়ারিং সংস্থার নাম 'ব্লুস্মার্ট'। গুরুগ্রামে হেড অফিস তাঁদের। ২০১৯ সালের জানুয়ারিতে শুরু হয়।
এখন সেই সংস্থা দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই থেকে কাজ করছে। তাঁদের লক্ষ্য দেশের সমস্ত মেট্রো শহরে কাজ করার।
এই সংস্থা যখন কোনও বিনিয়োগকারী পেতে হন্যে হয়ে ঘুরছিল, তখন দীপিকা পাড়ুকোন তাঁদের সাহায্যে এগিয়ে আসেন। তাঁদের দৃষ্টিভঙ্গিতে ভরসা করে অভিনেত্রী ৩০ কোটি টাকা নিজের পারিবারিক অফিসের মাধ্যমে বিনিয়োগ করেন। আপাতত সেই সংস্থার সম্পত্তির পরিমাণ ২০৬৬ কোটি টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -