'Farrey' Screening: 'ফররে'র হাত ধরে বলিউডে পা রাখছেন ভাগ্নি আলিজেহ্, স্ক্রিনিংয়ে হাজির সলমন খান
Farrey: ১৮ নভেম্বর, ফররে ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। ২৪ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10
'ফররে' ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন সলমন খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী।
2/10
২৪ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই এই ছবি গোয়ায় ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার জন্য নির্বাচিত হয়েছে।
3/10
আজ সেই স্ক্রিনিং হল মুম্বইয়ে। বিশেষ স্ক্রিনিংয়ে অবশ্যই উপস্থিত ছিলেন বলিউডের ভাইজান সলমন খান।
4/10
১৮ নভেম্বর, 'ফররে' স্ক্রিনিংয়ে স্টাইলিশ এন্ট্রি নিতে দেখা যায় সলমন খানকে। বিলাসবহুল গাড়ি চড়ে এসে পৌঁছন তিনি।
5/10
হালকা নীল রঙের টি-শার্ট, সঙ্গে কালো ট্রাউজার পরে সলমন খানকে দেখা গেল।
6/10
স্ক্রিনিং শেষে পোজ দেন ছবির গোটা টিমের সঙ্গে। ফ্রেমে দেখা গেল আলিজেহ অগ্নিহোত্রী, জইন শ, সাহিল মেহতা, প্রসন্ন বিশতকে।
7/10
অভিষেক যাদবের লেখা চিত্রনাট্যে, 'ফররে' শিক্ষাক্ষেত্রে প্রতারণার জটিল জালের গল্প বলে।
8/10
নিয়তি, এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছাত্রী জড়িয়ে যায় এক কঠিন চিটিং নেটওয়ার্কে।
9/10
১ নভেম্বর মুক্তি পাওয়া ছবির ট্রেলার দর্শকের মধ্যে বেশ ভাল সাড়া পায়।
10/10
ভাগ্নির প্রথম ছবির জন্য প্রথম থেকেই পাশে ছিলেন সলমন। ছবির পোস্টার, ট্রেলার বা গান, কোনও কিছুর প্রচারেই খামতি রাখেননি তিনি।
Published at : 18 Nov 2023 11:17 PM (IST)