Bollywood Couple: বয়সের ফারাক ১৩ বছর, অনন্যার জীবনে নতুন পুরুষ, এই তারকার সঙ্গে প্রেম করছেন চাঙ্কি-কন্যা!
বর্ষা নেমেছে মায়ানগরীর বুকে। উত্তাল আরব সাগর। মনও উথাল পাথাল অনন্যা পান্ডের। নতুন করে নাকি প্রেমে পড়েছেন তিনি!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচাঙ্কি পান্ডের কন্যা অনন্যা, বলিউডে মোটামুটি দাঁড়িয়ে গিয়েছেন। ব্যক্তিগত জীবনেও নাকি স্থিরতা খুঁজছেন তিনি! মায়ানগরীতেই সেই ঠিকানা খুঁজে পেয়েছেন বলে খবর।
আর কেউ নন, অনন্যা নাকি প্রেমে পড়েছেন আদিত্য রায় কপূরের! পাপারাৎজিদের নজর এড়িয়ে দু’জনে চুটিয়ে প্রেম করছেন বলে শোনা যাচ্ছে।
ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখাই পছন্দ দু’জনের। তাই কাকপক্ষীও তাঁদের সম্পর্কের কথা টের পায়নি বলে খবর। শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরেই প্রেম করছেন তারা। তবে পরস্পরকে আরও কাছ থেকে চিনে নিতে চান আগে। তাই সবকিছু আড়ালে রেখেছেন।
এর আগে, শাহিদ কপূরের ভাই ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল অনন্যার। দু’জনে বিদেশে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন যে, তা তাঁদের ইনস্টাগ্রাম দেখেই ঠাহর হয়েছিল।
টানা তিন বছর প্রেম টিকেছিল অনন্যা এবং ঈশানের। কিন্তু এ বছর এপ্রিলে সেই সম্পর্ক ভেঙে যায় বলে খবর। মার্চ মাসে কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে ফের মুখোমুখি হয়ে সৌজন্যও দেখান। কিন্তু তত দিনে নাকি অনন্যার মনে ঢুকে পড়েছেন আদিত্য।
‘খালি পিলি’ ছবিতে অভিনয় করতে গিয়ে ঘনিষ্ঠতা অনন্যা-ঈশানের। সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো খুনসুটি করতে দেখা যেত তাঁদের।
অনন্যা এবং ঈশানের সম্পর্কে কেন ছেদ পড়ল জানা যায়নি। তবে কেরিয়ারে ব্যর্থতা যেমন দেখেছেন, তেমন সাফল্যও দেখেছেন অনন্যা। ঈশান যদিও এখনও তেমন ভাবে নজর কাড়তে পারেননি।
অন্য দিকে, আদিত্য একসময় শ্রদ্ধা কপূরের সঙ্গে প্রেম করতেন বলে শোনা যায়। পরে ক্যাটরিনা কাইফ এবং রিয়া চক্রবর্তীর সঙ্গেও নাম জড়ায় তাঁর।
তবে কয়েক মাস আগে পর্যন্ত সিঙ্গলই ছিলে বলে জানিয়েছিলেন। অনন্যার আগমনে এ বার নাকি সেই একাকীত্ব ঘুচেছে!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -