World Mental Health Day: মানসিক অবসাদে কেউ যাননি বাদ, জীবনযুদ্ধে জয়ী শাহরুখ থেকে শ্রদ্ধা
বাবার মৃত্যর পর ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দ্য রণবীর শো-তে পিয়াঙ্কা বলেছিলেন , তার জীবনে এমন কিছু পর্যায় ছিল, বিশেষ করে বাবাকে হারানোর পর যে তিনি কীভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন তিনি জানতেন না। যদিও তেইশ সালে দাঁড়িয়ে তিনিও জীবন যুদ্ধে সফল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিরোপন্থি দিয়ে ক্যারিয়ার শুরু। কিন্তু চড়াই উতরাই আসে বাগি ছবির পরেই। মুখ থুবড়ে পড়ে A Flying Jatt। বক্সঅফিসে আশানুরুপ সাফল্য না মিলতেই কার্যতই ভেঙে পড়েছিলেন টাইগার শ্রফ। তবে এখন তিনিও সেই অন্ধকার দিন কাটিয়ে উঠেছেন।
২০১০ সালে কাঁধে অস্ত্রপচারের পর মনকষ্টে ভুগেছিলেন খোদ কিং খানও। শাহরুখ বলেছিলেন কাঁধে চোট থেকে তিনি হতাশায় ডুবে গিয়েছিলেন। যদিও সেটা এখন অতীত। এই মুহূর্তে তারই ছবি জওয়ান হইহই করে বিকোচ্ছে, বক্সঅফিসে ভেঙেছে যাবতীয় রেকর্ড।
ডিপ্রেশনে ভুগেছিলেন বোম্বে ছবির নায়িকা খোদ মনীষা কৈরালাও। ভুগেছিলেন ক্যান্সারেও। কিন্তু শেষ অবধি এইসব কিছু থেকেই তিনি জয়ী হয়েছেন। মুখে তাঁর যুদ্ধ জয়ের হাসি।
ক্যান্সারে মাকে হারিয়েছেন। হারিয়েছেন স্ত্রীকেও। তার উপর ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে একটা দীর্ঘ সময় ধরে কারাবাস তাঁকে বিষাদের শিখরে নিয়ে গিয়েছিল। জড়িয়ে পড়েছিলেন মাদক সেবনে। তবে বছরের পর বছর নের সঙ্গে একটা ধারাবাহিক যুদ্ধের পর তিনি জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। যা নিয়ে ইতিমধ্যে সিনেমাও হয়েছে।
'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির সময় নিজের মানসিক অস্থিরতার কথা প্রকাশ্যে এনেছিলেন অনুষ্কা শর্মা। এনিয়ে তিনি কথা বলতে দ্বিধা বোধ করেননি। স্পষ্ট বলেছেন, এটা খুবই স্বাভাবিক বিষয়।
কুচ কুচ হোতা হে খ্যাত পরিচালক কর্ণ জোহরও একটা দীর্ঘ সময় ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। যা নিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেছিলেন। কিন্তু ধৈয্য, অধ্যাবসায় এবং অপেক্ষায় তিনি আজ সেই সমস্ত অবসাদই কাটিয়ে উঠেছেন। হাসির মোড়কে হইহই করে বিকিয়েছে তারই তৈরি ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি।'
আলিয়া ভাটের বোন শাহিন ভাটও মানসিক বিড়ম্বনার শিকার হয়েছিলেন। মানসিক অসুস্থতা নিয়ে লিখেছেন আস্ত একটা বই। বইটির নাম I've Never Been (Un) Happier।
২০১৯ সালে 'গাঙ্গুবাই কোঠেওয়ালি'-র ছবি খ্যাত অভিনেত্রী আলিয়া ভাটও জানান দিয়েছিলেন মনের গভীরে ঝড় ওঠার কথা। সোশ্যাল মিডিয়ায় একবার তাঁকে বলতে পর্যন্ত শোনা যায়, জীবনের সুখের পরিমাণ খুবই কম। দুঃখ আসে বারাবার। তাই সেইভাবেই নিজেকে মানিয়ে গুছিয়েই চলতে হবে।
২০১৩ সালে 'আশিকি ২' মুক্তির পরে শ্রদ্ধা কাপুর মানসিক অবসাদে জড়িয়ে পড়েন। যা নিয়ে তিনি ২০১৮ সালে গণমাধ্যমে 'তু ঝুটি ম্যায় মক্কার', ছবির সাফল্য উদযাপনের সময়ের তিনি একথা প্রকাশ্যে আনেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -