Box office 2024: 'ফাইটার' নাকি 'অযোগ্য', 'এটা আমাদের গল্প'.. টলি-বলি মিলিয়ে কোন ছবিগুলি দেখে ফেলতেই হবে
বাংলা থেকে হিন্দি, বলিউড থেকে টলিউড.. চলতি বছরে মুক্তি পাওয়া কোন ছবিগুলি না দেখলেই নয়? Indian Films Box Office Report অনুযায়ী, তালিকা তৈরি করে দিল এবিপি লাইভ বাংলা (ABP Ananda)। আর বলিউডের সেরা পাঁচ ছবির তালিকার একেবারে ওপরের দিকেই রয়েছে দীপিকা পাড়ুকোন, ঋত্বিক রোশন, অনিল কপূরব অভিনীত 'ফাইটার' (Fighter)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅক্ষয়কুমার ও মাধবন অভিনীত এই ছবিটি। Indian Films Box Office Report-এর অনিযায়ী এই ছবিটির বাজেট ছিল ৯৫ কোটি। ছবিটি ব্যবসা করেছিল ২৩১ কোটির।
তৃতীয় স্থানে রয়েছে করিনা কপূর খান, কৃতি শ্যানন ও তব্বু অভিনীত ছবি ক্রু। বড়পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবিটি। এর বাজেট ছিল ৬০ কোটি, ছবিটি আয় করেছিল ১৫১ কোটি।
শাহিদ কপূর, কৃতি শ্যানন অভিনীত এই ছবি এর রোবট ও এর মানুষের প্রেমের গল্প। ছবিটির বাজেট ছিল ৮৫ কোটি। ছবিটি বক্সঅফিসে আয় করেছিল ১৩৪ কোটি।
ইয়ামি গৌতম অভিনীত এই ছবির ভিত্তি রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এই সিনেমার বাজেট ছিল ৪০ কোটি। ছবিটি আয় করেছে ১০৫ কোটি।
এবার পালা বাংলার। চলতি বছরে বাংলায় যে ছবিগুলি সবচেয়ে বেশি আয় করেছে, প্রশংসা পেয়েছে, তার মধ্যে প্রথম হল ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অযোগ্য'।
পরিচালনায় প্রথম পা রেখেই ছক্কা হাঁকিয়েছেন অভিনেত্রী মানসী সিংহ। তাঁর পরিচালিত প্রথম ছবি 'এটা আমার গল্প' আয়ের নিরিখে রয়েছে দ্বিতীয় স্থানে। যথেষ্ট প্রশংসিত হয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য অভিনীত এই ছবি।
সৃজিত মুখোপাধ্যায় এই ছবিতে ফিরিয়ে এনেছিলেন উত্তমকুমারকে। নাহ, এআই দিয়ে নয়, পুরনো ছবির বিভিন্ন সংলাপ কেটে, সেগুলোকে জায়গা মতো জুড়ে অন্য় স্বাদের একটি ছবি বানিয়েছিলেন সৃজিত। দর্শকদেরও মনে ধরেছে বেশ। চলতি বছরে আয়ের নিরিখে তৃতীয় এই ছবি। অভিনয়ে গৌরব, অনিন্দ্য, রোশনি ও উত্তমকুমার স্বয়ং।
চলতি বছরেই ফের ফিরেছে ফেলুদার রহস্য উপন্যাস। সন্দীপ রায় পরিচালিত নয়ন রহস্য মুক্তি পেয়েছে এই বছরেই। অভিনয়ে ইন্দ্রনীল সেনগুপ্ত, আয়ুষ ও অভিজিৎ। আয়ের তুলনায় ৪ নম্বরে রয়েছে এই ছবি। দর্শকদের প্রশংসাও পেয়েছে।
জিৎ ও রুক্মিণী মৈত্রের জুটির প্রথম ছবি বুমেরাং রয়েছে বক্সঅফিস কালেকশনের পাঁচ নম্বরে। রুক্মিণীকে এই ছবিতে দেখা যাবে দ্বৈত চরিত্রে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -