সীতার চরিত্রে অভিনয়ের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি! ট্যুইটারে করিনাকে বয়কটের ডাক
সন্তানের সঙ্গে সময় কাটানো হোক অথবা নতুন ছবি, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নজরে থাকেন করিনা কপূর খান। ছোট্ট তৈমুরের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন করিনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুরাগীদের চোখের মণি করিনা। কিন্তু হঠাৎ কেন তাঁর ওপর চটলেন ভক্তরা? ট্যুইটারে ট্রেন্ডিং হল বয়কট করিনা কপূর খান হ্যাশট্যাগ।
সূত্রের খবর, পর্দায় আসছে চলেছে রামায়ণ। আর সেই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করার কথা ছিল করিনা কপূরের।
সূত্রের খবর, সীতার চরিত্রে অভিনয় করার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়ে বসেন করিনা। এর ফলে কার্যত বিপদে পড়ে যান পরিচালক থেকে শুরু করে প্রযোজকেরা। করিনাকে ছবি থেকে বাদ দেওয়ারই সিদ্ধান্ত নেন তাঁরা।
এই খবর চাউর হতেই নেটাগরিকদের রোষের মুখে পড়েন করিনা কপূর। অনেকেই লেখেন, সীতার চরিত্রে অভিনয় করার জন্য অত্যাধিক টাকা চেয়ে তিনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। একাধিক পোস্টের ফলে ট্যুইটারে ট্রেন্ডিং হয় বয়কট করিনা কপূর খান হ্যাশট্যাগও।
কেবল করিনা নয়, আক্রমণ করা হয় সেফ আলি খানকেও। লেখা হয়, সেফও 'তাণ্ডব'-এর মত সিরিজে অভিনয় করে হিন্দু ভাবাবেগে আঘাত করেছিলেন।
এমনকি ছাড় পায়নি করিনা ও সেফের ছোট্ট ছেলে তৈমুর আলি খানও। লেখা হয়, তৈমুরের মা কখনোই সীতা হতে পারেন না।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই শূর্পনখার চরিত্রের সঙ্গে তুলনা করেন করিনার। দুটি ছবি পাশাপাশি রেখে অনেকে লেখেন, একমাত্র এই চরিত্রেই করিনা কপূর খানকে ভালো মানাবে।
যদিও এই সমস্ত মন্তব্য ও ট্রোলিং-এর কোনও জবাব দেননি অভিনেত্রী। বরং পরিবারকে নিয়ে নিজের জীবনেই মগ্ন থাকছেন তিনি।
প্রসঙ্গত, পর্দায় রামায়ণ ছবিটি পরিচালনা করছেন রবি উদয়ওয়ার ও নীতিশ তিওয়ারী। এখানে সীতার চরিত্রের দৃষ্টি দিয়ে বর্ণনা করা হবে রামায়ণের গল্প।
আগামীতে আদৌ করিনাকে সীতার ভূমিকায় দেখা যাবে নাকি আসবে নতুন কোনও নায়িকা? প্রশ্নের উত্তরের অপেক্ষায় অনুরাগীরা। সামনেই মুক্তি পাবে করিনা কপূর ও আমির খান অভিনীত লাল সিং চড্ডা।
ছবি সৌজন্যে: করিনা কপূর খানের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -