Mouni Roy Pics: সাদা-কালো পোশাকে ঝলমলে মৌনি রায়, ভাইরাল ফটোশুটের ছবি
বলিউডে নিউএজ ফ্য়াশানিস্তাদের অন্য়তম অভিনেত্রী মৌনি রায়। তার স্টাইল স্টেটমেন্ট বলে বলে গোল দিতে পারে যে কোনও তারকাকে । সম্প্রতি আবারও ভাইরাল হল মৌনির ফটোশুটের বেশ কিছু ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা-কালো পোশাকে বেশ মোহময়ী রূপে ধরা দিয়েছেন মৌনি। কয়েকটি ছবিতে চোখে চশমা পড়েও দেখা যাচ্ছে তাকে।
পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়ের আপকামিং ছবি 'ব্রহ্মাস্ত্র'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মৌনি রায়কে। ২০০৪ 'রান' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন মৌনি রায়। এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও ভূমিকা চাওলা।
একতা কাপুর পরিচালিত জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'কিউকি সাস ভি কভি বহু থি' তে অভিনয় করেছিলেন মৌনি।
'কিউকি সাস ভি কভি বহু থি'র পাশাপাশি বেশ কিছু ধারাবাহিকে মৌনিকে দেখতে পেয়েছেন দর্শক।
কেরিয়ারের একটি পর্যায়ে টেলিভিশনের হায়েস্ট পেড অভিনেত্রী ছিলেন মৌনি।
একতা কাপুরের জনপ্রিয় শো 'নাগিন'-এ অভিনয় মৌনিকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।
রিমা কাগতির ছবি 'গোল্ড'-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন মৌনি রায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -