Byomkesh Hatyamancha: ৪ বছর পরে অরিন্দমের হাত ধরেই ফের 'ব্যোমকেশ' আবির, ট্রেলারে চমক
থিয়েটার। বিনোদনের মঞ্চ। শখ করে থিয়েটারই দেখতে গিয়েছিলেন ব্যোমকেশ বক্সী। নেহাৎ বিনোদনের জন্যই। কিন্তু সেই মঞ্চে, দর্শক ভরা প্রেক্ষাগৃহেই যে একটা খুন ঘটে যাবে কে জানত?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুক্তি পেল অরিন্দম শীল (Arindam Sil)-এর নতুন ছবি 'ব্যোমকেশ হত্যামঞ্চ' (Byomkesh Hatyamancha)-র ট্রেলার। আগামী ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সোহিনী সরকার (Sohini Sarkar), পাওলি দাম (Paoli Dam), সুহোত্র মুখোপাধ্যায় (Suhorta Mukhopadhay), অর্ণ মুখোপাধ্যায় (Arno Mukherjee) ও অন্যান্যরা।
ছবির গল্প লিখেছেন থুড়ি শেষ করেছেন অরিন্দম শীল (Arindam Sil) খোদ ও পদ্মনাভ দাশগুপ্ত (Padmanabha Dasgupta)।
আজ্ঞে হ্যাঁ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (Saradindu Bandhopadhay) ব্যোমকেশের লেখক হলেও তাঁর লেখনিতে অসমাপ্ত ছিল এই গল্প। তাকেই শে। করেছেন অরিন্দম ও পদ্মনাভ।
২৭ তারিখ সন্ধেয় মুক্তি পেয়েছে ব্যোমকেশের ট্রেলার। আর সেটা দেখে খোদ ব্যোমকেশ বলছেন, 'ইতিমধ্যেই মুক্তি পাওয়া পোস্টার বা টিজারে দর্শকদের উত্তেজনার পারদ চড়ছিল।'
আবির আরও বলছেন, 'এরপর ট্রেলারও মুক্তি পেল। আশা করি বাকি সব ব্যোমকেশের মতো মানুষ 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-কেও ভালোবাসা দেবেন।'
ছবির পরিচালক অরিন্দম শীল বলছেন, 'এটি আমার করা চতুর্থ ব্যোমকেশ। এটা বাকি ব্যোমকেশগুলোর থেকে বেশ কিছু কারণে আলাদা। বেশ কিছু বাড়তি জিনিস রয়েছে এই ছবিতে। আশা করি বাকি সব ব্যোমকেশের মতো মানুষ 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-কেও ভালোবাসা দেবেন।'
১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ব্যোমকেশ হত্যামঞ্চ'
এই ছবির অংশ হতে পেরে খুশি সুহোত্রও। এই প্রথম অজিতের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সুহোত্র জানালেন, তাঁর কাছে এই সুযোগ স্বপ্নপূরণের মতোই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -