Priyanka Chopra Doppelganger: হুবহু এক দেখতে, কিন্তু তিনি প্রিয়ঙ্কা চোপড়া নন
PRIYANKA_GALLERY_THUMB
1/10
প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে একই ফ্রেমে কে? ঠিক যেন পিগি চপসের দ্বিতীয় সংস্করণ। এই মহিলার নাম আমাইরা ডোঙ্গরে। ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আমাইরা প্রায়ই প্রিয়ঙ্কার বিভিন্ন লুক রিক্রিয়েট করে থাকেন।
2/10
আমাইরা ডোঙ্গরের এমন কিছু ছবি ভাইরাল হয়েছে, যা দেখে আমাইরা আর প্রিয়ঙ্কার তফাত ঠাহর করতে পারবেন না।
3/10
এই ছবিতে যেমন 'বরফি'-এর ঝিলমিল চরিত্রে নিজেকে সাজিয়েছেন আমাইরা।
4/10
'অগ্নিপথ' ছবিতে প্রিয়ঙ্কার লুক রিক্রিয়েট করেছেন।
5/10
শুধু ছবিই নয়, ভিডিও পোস্ট করতেও দেখা গেছে তাঁকে। প্রত্যেক ক্ষেত্রেই তাঁকে প্রিয়ঙ্কার সঙ্গে তুলনা করেন নেটাগরিকরা।
6/10
ঠিক যেন অবিকল এক হাসিমুখ। 'বাজিরাও মস্তানি' ছবির লুকে আমাইরা।
7/10
ইনস্টাগ্রামে প্রিয়ঙ্কা চোপড়াকে অনুকরণ করেন আমাইরা। তাঁর বিভিন্ন ছবি শেয়ারও করেন নিজের ইনস্টা হ্যান্ডলে।
8/10
প্রিয়ঙ্কা চোপড়ার বিখ্যাত সিনেমা 'গুণ্ডে'-এর চরিত্রে সেজেছেন আমাইরা।
9/10
আমাইরার রিক্রিয়েট করা এই সমস্ত ছবিই প্রবলভাবে শেয়ার ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
10/10
শুধু সাজই নয়, বিভিন্ন চরিত্রে প্রিয়ঙ্কার এক্সপ্রেশনও হুবহু অনুকরণ করেন আমাইরা। নেটাগরিকদের মতে আমাইরা চোখ, ঠোঁট এমনকী গোটা মুখের গড়নই প্রিয়ঙ্কা চোপড়ার মতো।
Published at : 04 Aug 2021 06:43 PM (IST)