Priya Prakash Varrier: ২০১৮ সালের 'ভাইরাল' অভিনেত্রী প্রিয়া প্রকাশ বারিয়ারকে মনে আছে? বলিউডে পা রাখছেন তিনি

Viral Actress: বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণের অভিনেত্রী প্রিয় প্রকাশ বারিয়ার। ২০১৮ সালে ওরু অদার লভ ছবির হাত ধরে সিনেমায় ডেবিউ তাঁর। সেই ছবির একটি দৃশ্যই ভাইরাল সেনসেশন করে তোলে তাঁকে।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
২০১৮ সালের ভাইরাল অভিনেত্রী প্রিয়া প্রকাশ বারিয়ার। মনে পড়ে? 'ওরু অদার লভ' ছবির সেই নায়িকা। গানের তালে যাঁর চোখের সেই ইঙ্গিত রীতিমতো ঝড় তুলেছিল পুরুষ মনে।
2/10
২০১৮ সালে রাতারাতি ভাইরাল সেনসেশন হয়ে উঠেছিলেন প্রিয়। তাঁর ডেবিউ মালয়লম ছবি 'ওরু অদার লভ'-এর এক দৃশ্য ভাইরাল হয়। তাঁর রূপের সারল্য ও সুন্দর চোখ জয় করেছিল সকলের মন। গুগলে সর্বোচ্চ সার্চ হওয়া ভারতীয়দের তালিকায় নাম তোলেন তিনি।
3/10
তাঁর আচমকা রকেট গতিতে খ্যাতির চূড়ায় পৌঁছনোর সঙ্গে তিনি আজও নিজের দক্ষতা দিয়ে দর্শককে মোহিত করে আসছেন।
4/10
মালয়লম ও তেলুগু সিনেমার দুনিয়ায় নিজের বিস্তীর্ণ কেরিয়ার তৈরি করেছেন তিনি। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেছেন প্রিয়া।
5/10
শুধু সিনেমার মাধ্যমেই নয়, সোশ্যাল মিডিয়ায় তাঁর অতি সক্রিয়তার জন্যও অনুরাগীদের সঙ্গে বেশ কাছেই থাকেন প্রিয়া প্রকাশ।
6/10
১৯৯৯ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন প্রিয়া প্রকাশ বারিয়ার। কেরলে জন্ম হয় তাঁর।
7/10
প্রসঙ্গত, ২০২৩ সালে তিনি 'ইয়ারিয়াঁ ২' ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন। তাঁর চরিত্রের নাম দেবী।
8/10
এছাড়া তিনি আরও তিনটি হিন্দি ছবিতে কাজ করছেন।
9/10
'থ্রি মাঙ্কিস', 'লভ হ্যাকার্স', 'শ্রীদেবী বাংলো' নামক আরও তিনটি হিন্দি ছবির কাজ করছেন তিনি।
10/10
এছাড়া তাঁর কাজ চলছে কন্নড় ছবি 'বিষ্ণু প্রিয়া' ছবিতেও।
Sponsored Links by Taboola